নিষেধাজ্ঞা তুলতে চীনের সহায়তা চেয়েছিলেন কিম

অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে উত্তর কোরিয়াকে বের করে আনতে চীনের সহযোগিতা চেয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন।
বেইজিংয়ে চীনা প্রেসিডেন্টের সঙ্গে করমর্দন করছেন উত্তর কোরিয়ার নেতা কিম। উত্তর কোরিয়ার কেসিএনএ বার্তা সংস্থা গত ২০ জুন ছবিটি প্রকাশ করে। ছবি: রয়টার্স

অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে উত্তর কোরিয়াকে বের করে আনতে চীনের সহযোগিতা চেয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন।

গত জুন মাসে উত্তর কোরিয়ার নেতা বেইজিং সফরে গিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানেই তিনি এই অনুরোধ জানিয়েছিলেন বলে আজ রবিবার জাপানের একটি সংবাদপত্র ইয়োমিউরি’র খবরে জানানো হয়েছে।

একটি বেনামি সূত্রকে উদ্ধৃত করে সংবাদপত্রটির খবরে জানায়, উত্তর কোরিয়ার নেতে শি-কে বলেন, ১২ জুন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে সফলভাবে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক সম্পন্ন হয়েছে। এই অবস্থায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে উত্তর কোরিয়াকে বের করে আনার জন্য চীনের সহযোগিতা প্রয়োজন।

কিমের এই অনুরোধের প্রেক্ষিতে শি বলেন, তিনি তার পক্ষ থেকে ‘সর্বোচ্চ চেষ্টা’ চালাবেন।

সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সপ্তাহখানেক পরই বেইজিং সফরে যান কিম। এ নিয়ে তিন বার চীন সফর করলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট।

Comments