স্পেন বনাম রাশিয়া : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড

গ্রুপ পর্বের লড়াই শেষ। এবার শুরু নকআউট পর্ব। হারলেই বিদায়। তাই সর্বোচ্চটা বাজি রেখেই খেলবে দলগুলো। এদিন দিনের প্রথম ম্যাচে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মোকাবেলা করবে স্বাগতিক রাশিয়া।
স্পেন বনাম রাশিয়া বিশ্বকাপ ফুটবল

গ্রুপ পর্বের লড়াই শেষ। এবার শুরু নকআউট পর্ব। হারলেই বিদায়। তাই সর্বোচ্চটা বাজি রেখেই খেলবে দলগুলো। এদিন দিনের প্রথম ম্যাচে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মোকাবেলা করবে স্বাগতিক রাশিয়া।

বাছাই পর্বে দুর্দান্ত খেলেই বিশ্বকাপে পা রেখেছে স্পেন। শক্তির দিক থেকেও অনন্য। প্রতিটি বিভাগে আছে দারুণ সব খেলোয়াড়। কিন্তু এখনও সরূপে দেখা যায়নি দলটিকে। নকআউট পর্বেই হয়তো জ্বলে উঠবে দলটি। প্রতিপক্ষ রাশিয়া শুরুটা দারুণ। শেষ ম্যাচটা ভালো হয়নি। তবে ঘরের মাঠে দর্শক হতে না চাইলে সেরাটা দেওয়ার বিকল্প নেই তাদের। তাই জমজমাট একটি ম্যাচ আশা করাই যাচ্ছে।

ম্যাচের ফলাফল কি হবে তা জানা যাবে ম্যাচ শেষে, তবে তার আগেই ফলাফলের ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, কৌশলও তুলে ধরা হলো-

কখন?

বাংলাদেশ সময় রাত ৮টা, শনিবার, ১ জুলাই

কোথায়?

লুঝনিকি স্টেডিয়াম, মস্কো

নজরে থাকবেন যারা

দারুণ ছন্দে আছেন দিয়াগো কস্তা। স্প্যানিশ স্ট্রাইকারের অভাবটা ভালোভাবেই পূরণ করেছেন। এর মধ্যেই বিশ্বকাপে ৩টি গোল করেছেন। এ ম্যাচেও আলো কেড়ে নিতে পারেন। তবে স্পেনের প্রাণ ভোমরা সেই আন্দ্রেস ইনিয়েস্তাই। এবারও দলের সবচেয়ে বড় তারকা। ২০১০ বিশ্বকাপের ফাইনালে তার গোলেই জয় পেয়েছিলো দলটি। এছাড়া দাভিদ সিলভা, ইস্কোও আছেন নজরে।

রাশিয়া দলের নিউক্লিয়াস আলেকজান্ডার গোলোভিন। আর কেন তা তিনি দুই ম্যাচেই প্রমাণ করেছেন। নিজে গোল করেছেন পাশাপাশি করিয়েছেন। এ ম্যাচেও তার দিকে তাকিয়ে থাকবে রুশরা। এছাড়া ডেনিস চেরিশিভ, ইউরি গাজিন্সস্কিরাও হতে পারেন বড় প্রভাবক।

সম্ভাব্য একাদশ ও ম্যাচের কৌশল

স্পেন : (৪-২-৩-১) দাভিদ দি গিয়া, সার্জিও রামোস, দানি কারবাহাল, জেরার্দ পিকে, জর্দি আলবা, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুসকেতস, থিয়াগো আলকানতারা, ইস্কো, দাভিদ সিলভা ও দিয়েগো কস্তা।

রাশিয়া : (৪-২-৩-১) ইগোর আকিনফিভ, মারিও ফের্নান্দেজ, ইলিয়া কুতেপোভ, সের্গেই ইগনাশিভিচ, মারিও ফের্নান্দেস, ইউরি গাজিন্সস্কি, রোমান জোবনিন, আলেকজান্ডার গোলোভিন, আলেকজান্ডার সামিডোভ, ডেনিস চেরিশিভ ও আর্তেম জুবা।

ভবিষ্যদ্বাণী : শক্তির দিক থেকে গিয়ে স্পেন। ইতিহাসও তাদের পক্ষেই। কিন্তু স্বাগতিক দেশ হওয়ায় পিছিয়ে থাকবে না রাশিয়া। ঘরের মাঠে হাজারো দর্শকদের সামনে জ্বলে ওঠার প্রমাণ রেখেছে আগেই। এ ম্যাচেও এমন কিছুই করতে চাইবে দলটি। তবে নামের বিচারে এগিয়ে থাকবে স্পেন। তবে চেনা মাঠ, চেনা কন্ডিশনে দুর্দান্ত হয়ে উঠতেই পারে রাশিয়া।

সম্ভাব্য স্কোর : স্পেন ১-২ রাশিয়া

অতিরিক্ত সংযোজন :

১) ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হওয়ার পর স্পেনকে কখনো হারাতে পারেনি রাশিয়া। ছয়বার মুখোমুখি হয়ে হেরেছে চারবারই, ড্র করেছে বাকি দুইবার।

২) রাশিয়ার বিপক্ষে শেষ তিন ম্যাচে ১০ গোল করেছে স্পেন।

৩) মেজর টুর্নামেন্টে শেষ তিনটি লড়াইয়ে স্পেনের কাছে হেরেছে রুশরা। ২০০৮ ইউরোতে গ্রুপ পর্বে ৪-১ গোলে হারার পর সেমিফাইনালে হেরেছিল ৩-০ গোলে, আর ইউরো ২০০৪ এর গ্রুপ পর্বে হেরেছিল ১-০ গোলে।

৪) বিশ্বকাপে নিজেদের শেষ ১২ ম্যাচের ১১ টিতেই গোল করেছে স্পেন। ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে চিলির বিপক্ষে ম্যাচে কোন গোল করতে পারেনি তারা।

৫) বিশ্বকাপে স্বাগতিক দেশগুলোকে কখনো হারাতে পারেনি স্পেন। তিনবার স্বাগতিকদের মুখোমুখি হয়ে হেরেছে একবার, আর ড্র করেছে বাকি দুইবার।

৬) সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হওয়ার পর রাশিয়া কোন মেজর টুর্নামেন্টের নকআউট পর্বে খেলেছে মাত্র একবার। ২০০৮ ইউরোতে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছিল তারা।

৭) বিশ্বকাপে নকআউট পর্বে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের শেষ জয় সেই ১৯৬৬ বিশ্বকাপে। কোয়ার্টার ফাইনালে হাঙ্গেরির বিপক্ষে ২-১ গোলে জিতেছিল সোভিয়েত ইউনিয়ন।

৮) এই বিশ্বকাপে এখনও পর্যন্ত ৮ গোল করেছে রাশিয়া। ১৯৮৬ বিশ্বকাপে ১২ গোল করার পর এবারই কোন বিশ্বকাপে এতগুলো গোল করেছে রাশিয়া।

Comments

The Daily Star  | English

Over 5,500 held in one week

At least 738 more people were arrested in the capital and several other districts in 36 hours till 6:00pm yesterday in connection with the recent violence across the country.

13h ago