ব্রাজিলিয়ান গোলরক্ষককে পেতে ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব চেলসির

বিশ্বকাপে ভালো খেলে অনেক অখ্যাত খেলোয়াড়ই তারকা খ্যাতি পেয়ে থাকেন। চলতি আসরেও তার ব্যতিক্রম নয়। অনেকের মধ্যে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকেরও আছেন আলোচনায়। শুধু তাই নয়, তাকে পেতে চাইছে অনেক জায়ান্ট ক্লাবই। ইংলিশ জায়ান্ট চেলসি এর মধ্যেই ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে সংবাদ প্রকাশ করেছে স্কাই স্পোর্টস ইতালিয়া।

বিশ্বকাপে ভালো খেলে অনেক অখ্যাত খেলোয়াড়ই তারকা খ্যাতি পেয়ে থাকেন। চলতি আসরেও তার ব্যতিক্রম নয়। অনেকের মধ্যে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকেরও আছেন আলোচনায়। শুধু তাই নয়, তাকে পেতে চাইছে অনেক জায়ান্ট ক্লাবই। ইংলিশ জায়ান্ট চেলসি এর মধ্যেই ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে সংবাদ প্রকাশ করেছে স্কাই স্পোর্টস ইতালিয়া।

বর্তমানে ইতালিয়ান ক্লাব এএস রোমায় খেলছেন অ্যালিসন। চলতি মৌসুমে ক্লাবের হয়েও দারুণ খেলেছেন তিনি। ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তুলতে দারুণ অবদান ছিল তার। তবে নজরটা কাড়েন বিশ্বকাপেই। বেশ কিছু দারুণ সেভ করেছেন। তাই তাকে দলে টানতে রোমার সঙ্গে আলাপ আলোচনা করছে বলে জানিয়েছে ইতালিয়ান সংবাদ মাধ্যমটি।

এদিকে চেলসির বর্তমান গোলরক্ষক বেলজিয়ামের থিবো কর্তোয়া অনেক দিন থেকেই ক্লাব ছাড়ার আলোচনায় আছেন। আগামী মৌসুমে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন তিনি। তাই আগেভাগেই একজন ভালো মানে গোলরক্ষক চায় চেলসি। সাম্প্রতিক পারফরম্যান্সে অ্যালিসনকেই মনে ধরেছে তাদের।

তবে চেলসির প্রস্তাব পছন্দ হয়নি রোমার। প্রতিবেদন অনুযায়ী অ্যালিসনকে তারা ৮০ মিলিয়ন ইউরোর কমে ছাড়তে রাজী নয়। এদিকে চেলসি ছাড়া রিয়াল মাদ্রিদও তার দিকে চোখ দিয়েছেন বলে জানিয়েছেন তারা। অ্যালিসনেরও পছন্দ স্প্যানিশ দলটিই। তাই চেলসির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে রোমা।

অন্য এক প্রতিবেদনে বলা হয় কর্তোয়াকে না পেলেই অ্যালিসনের দিকে ঝুঁকবে রিয়াল। তাই সিদ্ধান্তটা এখনও ঝুলে আছে। তবে দারুণ সময় পার করছেন অ্যালিসন। রোমা অবশ্য তার আরও ভালো কিছু পারফরম্যান্সের আশায় রয়েছেন। তাতে দামটা আরও কিছু বাড়িয়ে নিতে পাড়বে তারা।

তবে চেলসিও বসে নেই। নতুন কোচ মাওরিজিও সারি বিকল্প হিসেবে এসি মিলানের জিয়ানলুইজি দোনারুমার দিকে চোখ দিয়েছেন। অ্যালিসনকে না পেলে তাকে দেখা যেতে পারে চেলসির গোলবারে।

Comments