হেলিকপ্টারে করে প্যারিসের কারাগার থেকে পালিয়ে গেল ভয়ঙ্কর সন্ত্রাসী

এই হেলিকপ্টারে করে প্যারিসের কারাগার থেকে পালিয়ে যায় রিডোইন ফেইড। ছবি: এএফপি

ফ্রান্সের প্যারিসের একটি কারাগার থেকে ফিল্মি কায়দায় হেলিকপ্টারে করে কারাগার থেকে পালিয়ে গেছে এক ভয়ঙ্কর সন্ত্রাসী। ভারী অস্ত্রে সজ্জিত তিন ব্যক্তি কারাগারের ভেতরে অবতরণ করে তাকে হেলিকপ্টারে করে নিয়ে নিয়ে যায়।

পালিয়ে যাওয়া ওই কয়েদীর নাম রিডোইন ফেইড (৪৬)। ডাকাতির সময় এক জন পুলিশ কর্মকর্তাকে হত্যার অপরাধে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল তাকে। ফেরার হওয়া এই অপরাধীকে ধরতে তিন হাজার পুলিশ সদস্যকে নিয়োজিত করা হয়েছে।

ঘটনার সময় কারাগারের দর্শনার্থী কক্ষে ভাইয়ের সঙ্গে কথা বলছিলেন রিডোইন ফেইড। এসময় তিনজন হেলিকপ্টার নিয়ে কারাগার চত্বরে নামেন। এদের মধ্যে দুজন ধোঁয়া বোমা ও এঙ্গেল গ্রাইন্ডার দিয়ে দর্শনার্থী কক্ষের দরজা ভেঙে তাকে বের করে নিয়ে যায়। অপর অস্ত্রধারী এসময় হেলিকপ্টারটি পাহারায় ছিলেন।

একজন ফ্লায়িং ইন্সট্রাকটরকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা হেলিকপ্টার নিয়ে তারা এই কাজ করে। কারাগারের পাশের একটি এলাকায় হেলিকপ্টারটি উদ্ধার করেছে পুলিশ।

এর আগেও কারাগার থেকে পালিয়েছিলেন রিডোইন ফেইড। ২০০৩ সালে চার জন কারারক্ষীকে মানবঢাল হিসেবে ব্যবহার করে ডিনামাইট বিস্ফোরণ ঘটিয়ে কারাগারের দরজা ভেঙে পালিয়েছিলেন।

Comments

The Daily Star  | English

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

Now