রেকর্ডবুকে ক্রোয়েশিয়া গোলকিপার সোবাসিচ

অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে যখন লুকা মদ্রিচের পেনাল্টি ঠেকিয়ে দিলেন ডেনমার্কের গোলকিপার ক্যাসপার স্মাইকেল, ম্যাচের সম্ভাব্য নায়ক তখন তাঁকেই ভাবা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত স্মাইকেলকে ছাড়িয়ে ম্যাচের নায়ক হয়ে গেছেন ক্রোয়েশিয়া গোলকিপার ড্যানিয়েল সোবাসিচ। টাইব্রেকারে তিনটি পেনাল্টি ঠেকিয়ে দিয়ে ক্রোয়েশিয়াকে কোয়ার্টারে পৌঁছে দিয়েছেন তিনি।
Danijel Subasic

অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে যখন লুকা মদ্রিচের পেনাল্টি ঠেকিয়ে দিলেন ডেনমার্কের গোলকিপার ক্যাসপার স্মাইকেল, ম্যাচের সম্ভাব্য নায়ক তখন তাঁকেই ভাবা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত স্মাইকেলকে ছাড়িয়ে ম্যাচের নায়ক হয়ে গেছেন ক্রোয়েশিয়া গোলকিপার ড্যানিয়েল সোবাসিচ। টাইব্রেকারে তিনটি পেনাল্টি ঠেকিয়ে দিয়ে ক্রোয়েশিয়াকে কোয়ার্টারে পৌঁছে দিয়েছেন তিনি।

আর এতে করে রেকর্ডবুকেও নাম উঠে গেছে সোবাসিচের। বিশ্বকাপ ইতিহাসে মাত্র দ্বিতীয় গোলকিপার হিসেবে টাইব্রেকারে পাঁচটি শটের মধ্যে তিনটি ঠেকিয়ে দেয়ার মতো অসাধারণ রেকর্ড করেছেন সোবাসিচ। এর আগে ২০০৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোলকিপার হিসেবে পেনাল্টিতে তিনটি শট ঠেকিয়েছিলেন পর্তুগালের রিকার্ডো।।

আরও পড়ুন- নেইমারের হালচাল জানালেন তিতে

নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচ ১-১ গোলে সমতায় থাকায় খেলা গড়ায় পেনাল্টিতে। সেখানে প্রথম শটেই ডেনমার্কের সেরা তারকা ক্রিশ্চিয়ান এরিকসেনের শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন সুবাসিচ। এরপর চতুর্থ শটেও ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান লাস শোনের পেনাল্টিও। চারটি করে পেনাল্টি শেষে দুই দলই যখন ২-২ সমতায়, তখন শেষ পেনাল্টিতে নিকোলাই জর্গেনসেনের পেনাল্টি পা দিয়ে ব্লক করে দিয়ে ইতিহাসে নিজের নাম তুলে নেন সোবাসিচ।

আরও পড়ুন- টাইব্রেকারের আশাতেই ছিলেন রাশিয়ান গোলরক্ষক

শুধু সোবাসিচ নন, গতকাল আসলে দুর্দান্ত খেলেছেন ডেনিশ গোলকিপার ক্যাসপার স্মাইকেলও। ১১৬ মিনিটে একটি পেনাল্টি তো ঠেকিয়েছেনই, পেনাল্টিতেও নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন, ঠেকিয়েছেন ক্রোয়েশিয়ার দুটো পেনাল্টি। আর এতেও হয়েছে আরেকটি রেকর্ড। পেনাল্টি শুটআউটে দুই দলের গোলকিপার মিলে ঠেকিয়েছেন মোট ৫ টি শট, বিশ্বকাপ ইতিহাসে এটিও একটি রেকর্ড।  

Comments