‘সঞ্জু’-র জয় জয়কার

মুক্তির দুদিন পর প্রথম রবিবার (১ জুলাই) ‘সঞ্জু’-র ভাগ্যে এনে দেয় সৌভাগ্যের তারকা। সেদিনেই সৃষ্টি হয় সঞ্জয় দত্তের জীবনী-ভিত্তিক এই নন্দিত চলচ্চিত্রের যত রেকর্ড। এমনকি, ‘সঞ্জু’-র এই সাফল্য আঘাত আনে খানদের দুর্গেও।
sanju
‘সঞ্জু’ চলচ্চিত্রের একটি দৃশ্যে রণবীর কাপুর। ছবি: সংগৃহীত

মুক্তির দুদিন পর প্রথম রবিবার (১ জুলাই) ‘সঞ্জু’-র ভাগ্যে এনে দেয় সৌভাগ্যের তারকা। সেদিনেই সৃষ্টি হয় সঞ্জয় দত্তের জীবনী-ভিত্তিক এই নন্দিত চলচ্চিত্রের যত রেকর্ড। এমনকি, ‘সঞ্জু’-র এই সাফল্য আঘাত আনে খানদের দুর্গেও।

ভারতীয় গণমাধ্যম আজ (২ জুলাই) জানায়, স্বনামধন্য পরিচালক সঞ্জয় লীলা বানশালির বহুল আলোচিত ‘পদ্মাবত’ মুক্তির প্রথম সপ্তাহে ১০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করেছিলো। পরিচালক রাজকুমার হিরানির ‘সঞ্জু’ মুক্তির তিনদিনের মাথায় সেই মাইলফলক অতিক্রম করে।

গত ২৯ জুন মুক্তি পাওয়ার পর রণবীর কাপুর অভিনীত ‘সঞ্জু’ প্রথম দুই দিনে ৭৩ কোটি রুপি আয় করলেও গতকাল একদিনেই এটি আয় করে ৪৬ কোটি ৭১ লাখ রুপি। একদিনের আয়ের হিসাবে ‘সঞ্জু’ ভেঙ্গে দেয় পরিচালক এস এস রাজামৌলির ইতিহাস সৃষ্টিকারী তেলেগু চলচ্চিত্র ‘বাহুবলি ২’-এর হিন্দি সংস্করণের একদিনে সর্বোচ্চ আয়ের রেকর্ডটিও। কেননা, ‘বাহুবলি’-র দ্বিতীয় কিস্তিটি একদিনে সর্বোচ্চ আয় করেছিলো সাড়ে ৪৬ কোটি রুপি।

এছাড়াও, মুক্তির প্রথম সপ্তাহে ‘সঞ্জু’-র ১২০ কোটি রুপির আয় বলিউডে এ বছরে সর্বোচ্চ আয়ের রেকর্ড সৃষ্টি করেছে। এর আগে, দীপিকা পাড়ুকোন, শহিদ কাপুর ও রণবীর সিংয়ের ‘পদ্মাবত’ আয় করেছিল ১১৪ কোটি রুপি এবং সালমান খানের ‘রেস ৩’ আয় করেছিল ১০৬ কোটি।

এমনকি, সালমানের অপর ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’-এর প্রথম সপ্তাহের আয় ১১৪ কোটি রুপির রেকর্ডটিও ভেঙ্গে দেয় ‘সঞ্জু’।

তবে, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সুলতান’ এবং ‘বাহুবলি ২’ এর প্রথম সপ্তাহের মোট আয়ের দিক থেকে পিছিয়ে রয়েছে রণবীর কাপুরের ছবিটি।

এখন প্রশ্ন উঠেছে, ভারতের বাজারে আমির খানের ‘দঙ্গল’ ৪০০ কোটি রুপি আয়ের মাইলফলকটি টপকাতে পারবে কি বলিউডের ‘খলনায়ক’-খ্যাত অভিনেতা সঞ্জয় দত্তের জীবনকাহিনি?

Comments

The Daily Star  | English

Former lawmakers Asaduzzaman Noor, Mahbub Ali arrested

DB arrested Asaduzzaman Noor at 11:00pm from Nawratan colony on Bailey Road, while, Mahbub Ali was arrested from Segunbagicha area

5h ago