‘আমরা সবাই রোহিঙ্গা’
মিয়ানমারে জাতিগত নির্যাতনের শিকার হয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার কথা শুনে বিচলিত হয়েছেন সফররত বিশ্বব্যাংক প্রধান জিম ইয়ং কিম।
কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে আজ (২ জুলাই) তিনি এক টুইটার বার্তায় ‘আমরা সবাই রোহিঙ্গা’ বলে মন্তব্য করেন।
বার্তাটির সঙ্গে শরণার্থী শিবির পরিদর্শনের তিনটি ছবি জুড়ে দিয়ে জিম ইয়ং কিম বলেন, “রোহিঙ্গাদের সাহস দেখে আমি বিমোহিত এবং স্তম্ভিত।… আমরা তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। আজ আমরা সবাই রোহিঙ্গা।”
I am extremely humbled and moved by the courage of the #Rohingya. We cannot turn our heads away. We stand in solidarity -- today we are all Rohingya pic.twitter.com/ihIeyzJJjr
— Jim Yong Kim (@JimYongKim) July 2, 2018
Comments