কোটা নিয়ে ৭ সদস্যের কমিটি গঠন
সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতি পর্যালোচনা, সংস্কার বা বাতিলের বিষয়ে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমকে আহ্বায়ক করে এই কমিটিতে ছয়জন সচিবকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
কোটা নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রজ্ঞাপনের দাবিতে গত চার দিন ধরে নতুন করে ছাত্র আন্দোলনে ছাত্রলীগের সহিংস হামলার ঘটনার পর সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এই কমিটি গঠন করে। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মমিনুল হক গতরাতে দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানান।
কমিটির সদস্যরা হলেন, জনপ্রশাসন সচিব, অর্থ সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, সরকারি কর্মকমিশনের সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব।
এই কমিটি গঠনের বিষয়ে গতকালই একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। কমিটির কর্মপরিধি সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়, তারা বিদ্যমান কোটা পদ্ধতি পর্যালোচনা/সংস্কার/বাতিলের বিভিন্ন দিক পর্যালোচনা করে কোটা পদ্ধতির সংস্কার বা বাতিলের যৌক্তিকতাসহ তাদের সুপারিশ করবেন। কমিটি প্রয়োজন মনে করলে যে কোনো বিশেষজ্ঞ ব্যক্তিকে এই প্রক্রিয়ায় যুক্ত করতে পারবে।
এর আগে দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে মোহাম্মদ শফিউল আলম বলেছিলেন ‘এটা (কোটা) সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে সক্রিয় বিবেচনাধীন আছে। আমাদের পর্যায়ে এখনো স্থানান্তর হয়নি।’ এ নিয়ে আরও সময় লাগতে পারে বলেও তিনি তখন মন্তব্য করেছিলেন।
Comments