বিনা পারিশ্রমিকে কোচ হতে চাইছেন ম্যারাডোনা!
২০১০ বিশ্বকাপে আর্জেন্টিনা দলের ভার ছিল তার হাতেই। কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকা গিয়ে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালেও তুলেছিলেন, কিন্তু জার্মানির কাছে বিধ্বস্ত হয়ে আর সেমিফাইনালে ওঠা হয়নি। তিনি তো তবু কোয়ার্টার পর্যন্ত গিয়েছিলেন, সাম্পাওলি সেটিও পারেননি। ম্যারাডোনা তাই আবারও কোচ হয়ে ফিরতে চাইছেন, সেটিও আবার বিনা পারিশ্রমিকে।
সাম্পাওলির ব্যর্থতার পর তাকে কোচের পদ থেকে সরিয়ে দেয়া হবে বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। আরও একবার জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে চান কী না, ভেনিজুয়েলার এক টিভি অনুষ্ঠানে এমন প্রশ্নের জবাবে নিজের ইচ্ছা ব্যক্ত করেছেন ম্যারাডোনা, ‘কেন নয়? অবশ্যই আমি কোচ হতে চাই, সেটিও বিনা পারিশ্রমিকে। আর্জেন্টিনাকে কোচিং করানোর প্রতিদান হিসেবে আমি কিছুই চাই না।’
সাম্পাওলির কোচিং দর্শন নিয়ে শুরু থেকেই অসন্তুষ্ট ম্যারাডোনা। এমনকি বিশ্বকাপের আগে তো এমনটাও বলেছিলেন, একটি ম্যাচও জিততে পারবে না আর্জেন্টিনা। ম্যাচ একটি জিতলেও শেষ পর্যন্ত বেশিদূর এগোতে পারেনি লা আলবিসেলেস্তেরা। নিজের ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণিত হওয়ায় খুশি হয়েছেন ম্যারাডোনা? উত্তর ম্যারাডোনার মুখেই, ‘মানুষ মনে করছে আমি খুশি হয়েছি। কিন্তু আসলে তা নয়। আমি খুবই ব্যথিত হয়েছি। আমার এটা ভেবে খারাপ লাগছে যে, এত কষ্ট করে তিলে তিলে আর্জেন্টাইন ফুটবলের জন্য যা গড়ে তুলেছি আমরা, সেগুলো এত সহজেই ধ্বংস হয়ে গেল।’
Comments