পূজায় মুগ্ধ শাবনূর

পর্দায় পূজা চেরির অভিনয় দেখে মুগ্ধ হলেন চিত্রনায়িকা শাবনূর। পূজার ছবিটি তিনি দেখেছেন একাধিকবার। অন্যদেরও ছবিটি দেখার অনুরোধ করেছেন তিনি।
গতকাল (৩ জুন) সন্ধ্যায় রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিল জাজ মাল্টিমিডিয়া। সেখানে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ছিলেন শাবনূর।
শাবনূর বললেন, “এর আগেই আমি ‘পোড়ামন-২’ ছবিটি দেখেছি। দেখার পর থেকেই পূজার অভিনয়ের ভক্ত হয়ে গিয়েছি। কী সুন্দর অভিনয় করেছে পুজা! ছবিটি দেখার পর আমার মনে হয় প্রায় দুই হাজার মানুষকে বলেছি এটি দেখার জন্য।”
গত ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন-২’। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরি, বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, আনোয়ারা প্রমুখ।
ছবিটির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন- জাজ মাল্টিমিডিয়ার আবদুল আজিজ, অভিনেতা বাপ্পারাজ, ওমর সানী, মৌসুমী, বাঁধন, মৌসুমী হামিদ, মুমতাহিনা টয়া ও পরিচালক দীপংকর দীপনসহ অনেকেই।
Comments