ঘাসের উইকেটের চ্যালেঞ্জ নিতে তৈরি বাংলাদেশ: সাকিব
ক্যারিবিয়ানে সাধারণত যে ধরনের উইকেট হয় এবার অ্যান্টিগায় তারচেয়েও বেশি ঘাস রাখা হয়েছে। আর তা দেখে ভড়কে যাননি বাংলাদেশ অধিনায়ক। বরং এই চ্যালেঞ্জ নিতে তারা প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
আজ বাংলাদেশ সময় রাত আটটায় অ্যান্টিগায় শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। খেলার আগের দিন উইকেট দেখে কিছুটা অবাক সাকিব, তবে জানিয়েছেন মানিয়ে নেওয়ার প্রত্যয়, ‘স্বাভাবিক ক্যারিবিয়ান উইকেটের চেয়ে ঘাস একটু বেশিই দেখলাম উইকেটে। তবে ছেলেরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমার ধারণা, উইকেট গতিময় হবে, বাউন্সও থাকবে। আশা করছি মানিয়ে নিতে পারব।’
উইকেট নিয়ে মনের ভেতর যতই খচখচানি থাক তা নিয়ে বাড়তি দুশ্চিন্তায় সায় নেই বাংলাদেশ অধিনায়কের, ‘উইকেট নিয়ে খুব দুশ্চিন্তার কিছু নেই । নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে। সেটুকু পারলেই তা দলের জন্য যথেষ্ট হবে।’
উইকেট নিয়ে ভাবনা না থাকলেও ক্যারিবিয়ান পেসারদের নিয়ে ঠিকই ভাবছেন সাকিব। শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচরা যে আছেন দারুণ ছন্দে সে খবর আছে তার কাছে, ‘ টিভিতে শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজ দেখেছি আমরা। জানি ওদের বোলিং আক্রমণ কেমন। দারুণ কিছু বোলার আছে ওদের। তাদের খেলতে হলে আমাদের সেরাটা দিতেই হবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজের পর মাঝের সময়টায় লম্বা বিশ্রাম ছিল, নিদহাস কাপ আর আফগানিস্তান সিরিজে খেলতে হয়েছে টি-টোয়েন্টি। টেস্টে ফেরা তাই অনেকদিন পর। চোট আর বিশ্রাম মিলিয়ে অধিনায়ক সাকিবের সাদা পোশাকে ফেরা প্রায় নয় মাস পর। তবে এই বিশ্রাম কাজে লাগবে বলে বিশ্বাস তার। আপাতত যে প্রস্তুতি হয়েছে তাতেই মাঠে ফল মিলবে বলে জানিয়েছেন অধিনায়ক, ‘গত কয়েকদিন আমরা খেলার মধ্যে ছিলাম না। একটা ভালো বিশ্রাম পেয়েছি। তবে এখানে আসার আগে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। এখানকার আবহাওয়া সম্পর্কে তো জানাই আছে। দুদিনের প্রস্তুতি ম্যাচ খেললাম, অনুশীলও ভাল চলছে।’
প্রধান কোচ হিসেবে স্টিভ রোডসের বাংলাদেশ দলের সঙ্গে এটাই প্রথম সিরিজ। উইকেট আর কন্ডিশনে তিনি খুব একটা অবাক হচ্ছেন না। বরং জানালেন এমনটাই আশা করেছিলেন তারা, ‘কন্ডিশন ওয়েস্ট ইন্ডিজকে ফেভার করবে। উইকেট সবুজ। বাউন্সিও হবে। বাংলাদেশের ক্রিকেটাররা এতে অভ্যস্ত নন। তবে এমন কিছুর প্রত্যাশা আমাদের ছিল। শ্রীলঙ্কা সিরিজটি আমরা দেখেছি। সেভাবেই প্রস্তুতি নিয়েছি। চ্যালেঞ্জ নিতে আমরা মুখিয়ে আছি।’
Comments