নেইমারকে আটকানোর উপায় জানেন না বেলজিয়াম ডিফেন্ডার
পিএসজিতে নেইমারের সতীর্থ তিনি। ফুটবল পায়ে নেইমারের সামর্থ্য সম্পর্কে তাই ভালোই জানেন থমাস মুনিয়ের। কোয়ার্টার ফাইনালে ক্লাব সতীর্থ নেইমারের মুখোমুখি হওয়ার আগে এই বেলজিয়াম ডিফেন্ডার তাই বলছেন, নেইমারকে আটকানোর উপায় তার জানা নেই।
নেইমারকে আটকে রাখার দায়িত্ব তার ঘাড়েই পড়তে পারে, এটা জানা সত্ত্বেও গ্লোবো এস্পোর্তেকে মুনিয়ের বলেছেন, ‘আমি জানি না কীভাবে তাঁকে থামাতে হয়। ওকে আগে থেকে অনুমান করা খুবই কঠিন। আমি যাদের সাথে খেলেছি বা যাদের বিপক্ষে খেলেছি, তাদের মধ্যে নেইমারই সম্ভবত সেরা ফুটবলার।’
নেইমারকে আটকানোর জন্য তিনি শুধু চেষ্টাই করতে পারেন বলে জানিয়েছেন এই ডিফেন্ডার, ‘আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের একটা সুযোগ আছে, কিন্তু আমি এটাও জানি ওদের থামানো খুব মুশকিল। শুধু নেইমার নয়, কৌতিনহো, ফিরমিনো, জেসুস, মার্সেলো- ওদের সবাই ভয়ংকর।’
এখনও পর্যন্ত চারটি ম্যাচেই জিতেছে বেলজিয়াম, চার ম্যাচে গোল করেছে ১২ টি। কিন্তু ব্রাজিলকে হারাতে যে নিজেদের সেরার চেয়েও বেশি কিছু দিতে হবে, সতীর্থদের সেটা মনে করিয়ে দিয়েছেন মুনিয়ের, ‘দারুণ মানসম্পন্ন দল ওরা। আমরা বিশ্বের সেরা দলের মুখোমুখি হচ্ছি। আমাদের সুযোগ আছে, তবে এটা কঠিন হবে। কঠিন একটি ম্যাচের প্রত্যাশা করছি আমি। আমরা বিশ্বকাপ জেতার জন্য ফেভারিট নই। ব্রাজিলকে হারাতে হলে আমাদের শারীরিক ও মানসিক সক্ষমতার ১২০ ভাগ ঢেলে দিতে হবে। এটা আমাদের জন্য ফাইনাল ম্যাচের মতোই। আমরা জানি ওদের হারানোর মতো সামর্থ্য ও দলগত শৃঙ্খলা আমাদের আছে, কিন্তু আমরা এটাও জানি আমাদের কাজটা সহজ হবে না।’
আগামী শুক্রবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে র্যাওঙ্কিংয়ের শীর্ষ দল ব্রাজিলের মোকাবেলা করবে তিন নম্বর দল বেলজিয়াম।
Comments