নায়ক খুঁজছেন শাকিব খান

এবার নতুন নায়কদের ব্রেক দিবেন শাকিব খান। নাম ঠিক না হওয়া একটি সিনেমার জন্য দুজন নায়ক খুঁজজেন তিনি।
শিগগির নতুন একটি ছবির কাজ শুরু হবে। একেবারে ভিন্ন ধরনের গল্প। সেখানে তিনজন নায়ক থাকবেন। শাকিব খানসহ আরও দুজন নায়ক থাকবেন ছবিতে। তাই নতুন নায়ক খুঁজছেন তিনি।
শাকিব খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “নায়িকাদের তো অনেক ব্রেক দিয়েছি। এবার নায়কদের একটা ব্রেক দিতে চাই। আমি একাই আর কতোদিন এভাবে সবকিছু টেনে নিয়ে যাবো। নতুন প্রতিভাবানদের আসার প্রযোজন।”
ঢাকাই চলচ্চিত্রের এই শীর্ষ অভিনেতা আরও জানান, নতুন ছবিটি পরিচালনা করবেন শাহীন সুমন। শাপলা মিডিয়া প্রযোজিত একেবারে দেশি ছবি হবে এটি। ছবির গানগুলোও হবে আকর্ষণীয়। একটি গানে তিনজন নায়ককে দেখা যাবে। দেশের বাইরের কোরিওগ্রাফার কাজ করবেন। একেবারে এই সময়ের গল্প থাকবে এই ছবিটিতে। “আমার পরবর্তী ছবিটিই হচ্ছে এই নতুন ছবি,” যোগ করেন শাকিব।
শাপলা মিডিয়ার প্রযোজনায় শাকিব খান বর্তমানে ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিং করছেন। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ছবিটিতে তার নায়িকা হলেন শবনম বুবলী। আগামী ঈদুল আজহাকে লক্ষ্য করে ছবিটি নির্মাণ করা হচ্ছে।
Comments