ম্যারাডোনার বক্তব্যকে তিরস্কার ফিফার
ডিয়েগো ম্যারাডোনা যেন ঠিক করেই নিয়েছেন, একের পর এক মন্তব্য করে পুরো বিশ্বকাপ জুড়েই খবরের শিরোনাম হয়ে যাবেন। সেই ধারাবাহিকতায় এবার রেফারিং নিয়ে মন্তব্য করেছিলেন। ইংল্যান্ড-কলম্বিয়া ম্যাচে কলম্বিয়া রেফারির ‘স্মরণীয় ডাকাতি’র শিকার হয়েছে বলে মন্তব্য করেছিলেন তিনি। এবার ম্যারাডোনার এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ফিফা।
ম্যারাডোনার মন্তব্যকে ভালোভাবে নিতে পারেনি ফিফা। ৫৭ বছর বয়সী এই কিংবদন্তির এমন মন্তব্যকে ‘পুরোপুরি ভুল ও ভিত্তিহীন’ বলে দাবি করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি।
আনুষ্ঠানিক এক বিবৃতিতে ম্যারাডোনার মন্তব্যের সমালোচনা করেছে ফিফা, ‘গত মঙ্গলবার ইংল্যান্ড-কলম্বিয়ার শেষ ষোলোর ম্যাচ নিয়ে ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা ম্যাচ অফিশিয়ালদের যে সমালোচনা করেছেন, ফিফা তার বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানাচ্ছে। আমাদের দৃষ্টিতে এটি ছিল কঠিন এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আবেগে পরিপূর্ণ এক ম্যাচ। এছাড়া তিনি আরও যেসব মন্তব্য করেছেন, সেগুলোকেও পুরোপুরি ভুল ও ভিত্তিহীন মনে করছে ফিফা।’
‘ফিফা যেখানে ফেয়ার প্লে বজায় রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে, সেখানে এমন মন্তব্যে ফিফা হতাশ। তাও আবার এমন একজন খেলোয়াড়ের কাছ থেকে, যিনি কি না ফুটবলের ইতিহাসটাই নতুন করে লিখেছেন।’
এর আগেও এই বিশ্বকাপে ফিফার তিরস্কারের মুখোমুখি হতে হয়েছে ম্যারাডোনাকে। নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার শেষ মুহূর্তের গোলে জয়ের পর দুই হাতের মধ্যমাঙ্গুলি তুলে অশালীন অঙ্গভঙ্গি করেছিলেন তিনি। পরে এক বিবৃতিতে তাঁকে আচরণ সংযত রাখার আহবান জানায় ফিফা।
আরও পড়ুন ঃ ‘পত্রিকাগুলো ফাঁকা জায়গা ভরতে নেইমারের পিছু নিয়েছে’
Comments