‘পত্রিকাগুলো ফাঁকা জায়গা ভরতে নেইমারের পিছু নিয়েছে’

হালকা ধাক্কা লাগলেই মাটিতে পড়ে যাওয়া ও পড়ে যাওয়ার পর অতি প্রতিক্রিয়া দেখানো নিয়ে বেশ সমালোচনা হচ্ছে নেইমারের। তবে নেইমারের পূর্বসূরি রোনাল্ডো লিমা বলছেন, অনর্থকই নেইমারের সমালোচনা করছেন সবাই। নেইমারকে নিয়ে নেতিবাচক খবর বের করায় গণমাধ্যমেরও সমালোচনা করেছেন এই ফুটবল গ্রেট।
Ronaldo lima
ব্রাজিলের ফুটবল গ্রেট রোনাল্ডো। ছবিঃ রয়টার্স (ফাইল)

হালকা ধাক্কা লাগলেই মাটিতে পড়ে যাওয়া ও পড়ে যাওয়ার পর অতি প্রতিক্রিয়া দেখানো নিয়ে বেশ সমালোচনা হচ্ছে নেইমারের। তবে নেইমারের পূর্বসূরি রোনাল্ডো লিমা বলছেন, অনর্থকই নেইমারের সমালোচনা করছেন সবাই। নেইমারকে নিয়ে নেতিবাচক খবর বের করায় গণমাধ্যমেরও সমালোচনা করেছেন এই ফুটবল গ্রেট।

গত ম্যাচেই মেক্সিকো কোচ হুয়ান কার্লোস ওসোরিও অভিযোগ এনেছিলেন, মাঠে ‘অতিরিক্ত অভিনয়’ করেন নেইমার। জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউসও নেইমারের এমন আচরণের সমালোচনা করছেন। তবে ব্রাজিলের জার্সি গায়ে নেইমারের চেয়ে পাঁচ গোল বেশি করা রোনাল্ডো লিমা পাশে দাঁড়িয়েছেন উত্তরসূরির, ‘অনেকগুলো ভিন্ন ভিন্ন উপায়ে ফুটবলকে দেখা যায়, একে ব্যাখ্যা করা যায়। নেইমারের অভিনয় নিয়ে যেসব মন্তব্য করা হচ্ছে, আমি এগুলোর বিপক্ষে। মুভমেন্টের দিক থেকে ও খুব চতুর খেলোয়াড়। প্রতিপক্ষের ট্যাকলের হাত থেকে নিজেকে কীভাবে বাঁচাতে হয়, সেটা ও ভালোই জানে।’

আরও পড়ুন ঃ বন্ধু হ্যাজার্ডকে বিদায় করতে চান উইলিয়ান

পত্রিকাগুলো নিজেদের ফাঁকা জায়গা ভরাট করার জন্যই এমন করছে বলে মনে করছেন ২০০২ বিশ্বকাপ জয়ের নায়ক রোনাল্ডো, ‘আমার মনে হয় না রেফারিরা ওকে পর্যাপ্ত সুরক্ষা দিচ্ছে। একজন খেলোয়াড়কেই বারবার আঘাত করা হলে সেটা অবশ্যই ফেয়ার প্লে’র সাথে যায় না। নেইমারকে নিয়ে যেসব সমালোচনা করা হচ্ছে, তা পুরোপুরি অনর্থক। পত্রিকা ও টিভি শো গুলো ফাঁকা জায়গা ভরাট করার জন্যই এসব করছে।’

সম্প্রতি নেইমারকে নিয়ে মন্তব্য করেছেন জার্মানির ১৯৯০ বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথাউসও। নেইমারের মতো মানসম্পন্ন খেলোয়াড়ের এমন আচরণ করার দরকার নেই বলে মনে করছেন এই জার্মান কিংবদন্তি, ‘নেইমারের তো অভিনয় করার কোন দরকার নেই। ও অসাধারণ একজন খেলোয়াড়। সেরা ফুটবলারদের মধ্যে যেসব গুণ থাকে, তার সবই ওর মধ্যে আছে। বিশ্বের সেরা পাঁচ খেলোয়াড়ের একজন সে। তার অভিনয় করার দরকার কী? এটা ওর জন্য ভালো না। এমন করলে ও দর্শকদের সহানুভূতি হারাবে।’

নেইমারকে নিয়ে কথা বলতে গিয়ে ম্যারাডোনা থেকে শুরু করে হালের মেসি-রোনালদোকেও টেনে এনেছেন ম্যাথাউস, ‘ম্যারাডোনা অভিনয় করতো না। মেসিও অভিনয় করে না। ক্রিস্তিয়ানো একজন অভিনেতা, তবে সেটা নেইমারের মতো নয়। ফুটবলে নেইমারের মতো খেলোয়াড়ের দরকার আছে, তবে এমন অভিনয়ের দরকার নেই।’

আরও পড়ুন ঃ ম্যারাডোনার বক্তব্যকে তিরস্কার ফিফার

Comments

The Daily Star  | English

Sticker shock

Prices of onion increased by Tk 100 or more per kg overnight at kitchen markets across the country as traders began stockpiling following the news that India had extended a virtual restriction on its export.

38m ago