শীর্ষ খবর

এইচএসসি পরীক্ষার ফল ১৯ জুলাই

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ১৯ জুলাই। সেদিন সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরীক্ষার ফল তুলে দিবেন।
এইচএসসি পরীক্ষার ২০১৮ ফল
ছবি: ফাইল ফটো

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ১৯ জুলাই। সেদিন সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরীক্ষার ফল তুলে দিবেন।

শিক্ষামন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আরফাজুর রহমান জানান, এরপর দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষামন্ত্রী তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেই ফল ঘোষণা করবেন।

উল্লেখ্য, গত ২ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

Comments