বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলীয় ডিফেন্ডার

প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন, এরপর থেকেই গোড়ালির চোট নিয়ে মাঠের বাইরে ছিলেন দানিলো। এবার সেই চোটের কারণে বিশ্বকাপই শেষ হয়ে গেছে এই ডিফেন্ডারের।
Danilo
ছিটকে গেলেন দানিলো

প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন, এরপর থেকেই গোড়ালির চোট নিয়ে মাঠের বাইরে ছিলেন দানিলো। এবার সেই চোটের কারণে বিশ্বকাপই শেষ হয়ে গেছে এই ডিফেন্ডারের।

গতকাল এক বিবৃতিতে দানিলোর বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার খবর নিশ্চিত করেছে ব্রাজিলীয় ফুটবল ফেডারেশন (সিবিএফ)। আনুষ্ঠানিক এই বিবৃতিতে সিবিএফ বলেছে, ‘দানিলো বাঁ গোড়ালিতে আঘাত পেয়েছিল, এবং বিশ্বকাপ শেষের আগে ইনজুরি থেকে সেরে ওঠার জন্য পর্যাপ্ত সময় পাবে না সে। তবে তাকে দেশে ফেরত পাঠানো হচ্ছে না, রাশিয়ায় দলের সাথেই থাকবে সে। ওর দ্রুত সেরে ওঠার জন্য শুভকামনা জানাই আমরা।’

দানি আলভেজের ইনজুরির কারণে দলে রাইট ব্যাকের জায়গাটা মোটামুটি পাকাই ছিল দানিলোর। কিন্তু ইনজুরির কারণে নিজের প্রথম বিশ্বকাপ শেষ করতে পারলেন না ম্যানচেস্টার সিটির এই ডিফেন্ডার। তার পরিবর্তে রাইট ব্যাকের দায়িত্ব পালন করছেন করিন্থিয়ান্সের ডিফেন্ডার ফ্যাগনার। দানিলোর বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় টুর্নামেন্টের বাকি অংশেও ফ্যাগনারের প্রথম একাদশে থাকা নিশ্চিত।

Comments