হ্যাজার্ডকে আটকানোর বুদ্ধি বাতলে দিচ্ছেন উইলিয়ান

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে মেসিকে আটকানোর জন্য ইভান রাকিটিচের শরণাপন্ন হয়েছিল ক্রোয়েশিয়া। ফলাফলও হাতেনাতেই পেয়েছে তারা। এবার বেলজিয়াম ম্যাচের আগে একই কৌশল অবলম্বন করতে যাচ্ছে ব্রাজিল। বেলজিয়ামের সেরা তারকা এডেন হ্যাজার্ডকে নিষ্ক্রিয় রাখার জন্য উইলিয়ানের সাহায্য নিচ্ছে তারা।
হ্যাজার্ড আর উইলিয়ান পাঁচ বছর ধরে একসাথে চেলসিতে খেলছেন। হ্যাজার্ডের শক্তির জায়গা থেকে শুরু করে দুর্বলতা সবই তাই জানা থাকার কথা উইলিয়ানের। সেটাকেই কাজে লাগাতে চাইছে ব্রাজিল। গতকাল সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন ব্রাজিলের সহকারী কোচ ক্লেবার জেভিয়ার। নিজেদের কৌশল ঠিক করতেই উইলিয়ানের থেকে তথ্য নিচ্ছে ব্রাজিল, এমনটাই জানিয়েছেন ক্লেবার, ‘উইলিয়ান হ্যাজার্ডের সাথেই খেলে, সে কারণে ও আমাদের অনেক তথ্য দিয়ে সাহায্য করছে। ওর থেকে পাওয়া তথ্য আমাদের কৌশল ঠিক করতে কাজে লাগছে। হ্যাজার্ড খুবই সৃষ্টিশীল একজন খেলোয়াড়, ওকে আটকাতে তাই সঠিক পরিকল্পনার দরকার।’
উইলিয়ানের দেয়া তথ্য কাজে লাগিয়ে হ্যাজার্ডকে নিষ্প্রভ রাখতে পারবে ব্রাজিল? না কি নিজের সৃষ্টিশীলতা দিয়ে হ্যাজার্ড ভেঙে দেবেন ব্রাজিলীয় রক্ষণভাগ? উত্তর জানা যাবে ম্যাচ শেষেই।
Comments