কাজ চালিয়ে যাবেন তিতে, আশা রোনাল্ডোর

কার্লোস দুঙ্গার বিদায়ের পর হেক্সা জয়ের স্বপ্নসারথি করে নিয়ে আসা হয়েছিল ব্রাজিলের ঘরোয়া ফুটবলে সবচেয়ে জনপ্রিয় কোচদের একজন তিতেকে। কিন্তু সেই তিতেও এনে দিতে পারলেন না কাঙ্ক্ষিত হেক্সা। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো তাও আশা করছেন, বিশ্বকাপ এনে দিতে না পারলেও কোচ হিসেবে থেকে যাবেন তিতে।
ব্রাজিল কোচ তিতে
ব্রাজিল কোচ তিতে

কার্লোস দুঙ্গার বিদায়ের পর হেক্সা জয়ের স্বপ্নসারথি করে নিয়ে আসা হয়েছিল ব্রাজিলের ঘরোয়া ফুটবলে সবচেয়ে জনপ্রিয় কোচদের একজন তিতেকে। কিন্তু সেই তিতেও এনে দিতে পারলেন না কাঙ্ক্ষিত হেক্সা। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো তাও আশা করছেন, বিশ্বকাপ এনে দিতে না পারলেও কোচ হিসেবে থেকে যাবেন তিতে।

পুরো বাছাইপর্বে তিতের অধীনে ব্রাজিল ম্যাচ হেরেছিলো একটি। যে ২৫ ম্যাচে ব্রাজিলের দায়িত্ব সামলেছেন, তাতে পরাজয় বলতে কেবল ওই একটিই। সবচেয়ে বড় কথা রক্ষণভাগকে যেন করে তুলেছিলেন দুর্ভেদ্য দুর্গ। সেই দুর্গ ভেঙ্গেই কাল বেলজিয়াম গোল দিয়েছে দুইটি। তিতের ভবিষ্যৎ তাই কী হবে, সে বিষয়ে প্রশ্ন ওঠাটাও অসম্ভব নয়। তবে রোনাল্ডো লিমা বলছেন, এখনই এসব না ভেবে কাজ চালিয়ে যাওয়া উচিত তিতের।

জনপ্রিয় ব্রাজিলীয় পত্রিকা গ্লোবোকে দেয়া সাক্ষাৎকারে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন রোনাল্ডো বলেছেন, ‘ব্রাজিলে আমরা সেমিফাইনালে হেরেছিলাম, আর এখানে হারতে হলো কোয়ার্টারে। তবে সেলেসাওদের থেকে আমাদের প্রত্যাশা সবসময়ই বেশি থাকে। সবসময়ই আরও বেশি কিছু চাই আমরা। এখন সময় ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার। আমরা অতটা খারাপ খেলিনি, কিন্তু ফলাফলটা হলো হতাশাজনক। ব্রাজিল জাতীয় দলের কাছে এই ফলাফল খুবই বাজে।’

আর ভবিষ্যৎ এই পরিকল্পনার জন্য তিতেকে থেকে যেতে বলছেন রোনাল্ডো, ‘আমি বিশ্বাস করি তিতের কোচ হিসেবে থেকে যাওয়া উচিত। সে একজন অসাধারণ মানুষ, দলের সাথে কাজও করছে দুর্দান্ত। তাঁকে এই কাজ চালিয়ে যেতে হবে।’

আরও পড়ুন ঃ হেরেও নেইমারের প্রশংসায় তিতে

Comments