আর মাঠে নামার শক্তি পাচ্ছেন না নেইমার!

চার বছর আগে পারেননি, এবার অনেক আশা নিয়ে রাশিয়ায় পা রেখেছিলেন তিনি। সবকিছু এগোচ্ছিলও পরিকল্পনা মতোই, কিন্তু কোয়ার্টার ফাইনালে হেরে বিসর্জন দিতে হয়েছে বিশ্বকাপ স্বপ্ন। স্বাভাবিকভাবেই এতে ভীষণ হতাশ হয়ে পড়েছেন নেইমার। এতটাই যে, ফুটবল খেলার জন্য আবার মাঠে ফেরার শক্তি পেতেই কষ্ট হচ্ছে তার।
বেলজিয়ামের কাছে পরাজয়কে নিজের ক্যারিয়ারের সবচেয়ে দুঃখভারাক্রান্ত মুহূর্ত বলেছেন এই ব্রাজিল তারকা। এতটাই দুঃখ পেয়েছেন তিনি, আবার ফুটবল মাঠে নামার মতো যথেষ্ট শক্তিও নাকি তিনি পাচ্ছেন না।
ম্যাচের পর সাংবাদিকদের সাথে কোন কথা না বলা নেইমার নিজের দুঃখ প্রকাশ করার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমকে। ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট থেকে লিখেছেন, ‘আমি শুধু এটুকুই বলতে পারি, এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে কষ্টের মুহূর্ত। এই পরাজয় খুবই যন্ত্রণাদায়ক, কারণ আমরা জানতাম আমাদের সেমিফাইনালে ওঠার সামর্থ্য আছে। আমরা জানতাম আমাদের আরও সামনে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল, ইতিহাস রচনা করার সুযোগ ছিল।’
হেরে গেলেও ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছেন নেইমার, ‘কিন্তু এবার সময় আমাদের ছিল না। আরেকবার ফুটবল খেলতে নামার মতো শক্তি জোগাড় করতে কষ্ট হচ্ছে আমার, কিন্তু আমি নিশ্চিত সবধরনের পরিস্থিতি মোকাবেলা করার মতো যথেষ্ট পরিমাণ শক্তি ঈশ্বর আমাকে দেবেন। সুতরাং হেরে গেলেও আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, তাঁকে ধন্যবাদ জানাতে কখনোই ভুল করব না আমি। কারণ আমি জানি, তিনি আমার জন্য যা ঠিক করে রেখেছেন তা অবশ্যই আমার ঠিক করে রাখা পরিকল্পনার চেয়ে অনেকগুণ ভালো। এই দলের সদস্য হতে পেরে আমি খুব খুশি। দলের সবার জন্য আমি ভীষণ গর্বিত। আমাদের স্বপ্নে বাধা পড়েছে ঠিকই, কিন্তু সেই স্বপ্ন আমরা কেউই ভুলে যাইনি।’
Comments