গোড়ালির চোটে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ শফিউলের
ওয়েস্ট ইন্ডিজ সফরে দুঃস্বপ্নের মতো সময় কাটছে বাংলাদেশের। ব্যাটসম্যানরা ধুঁকছেন, সুবিধাজনক উইকেট পেয়েও তেতে উঠতে পারছেন না পেসাররা। এরমধ্যে বিকল্প পেসার খেলানোর ভাবনাতেও লেগেছে ধাক্কা। টেস্ট স্কোয়াডে থাকা শফিউল ইসলাম পড়েছেন গোড়ালির চোটে। তাতে সফর শেষ হয়ে গেছে তার।
জ্যামাইকায় আজ শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তার আগে ফিল্ডিং অনুশীলনে ডান পায়ের গোড়ালিতে চোট পান এই পেসার। পরে স্থানীয় হাসপাতালে এক্স-রে করার পর জানা যায় শফিউলের হাড়ে কোন ফ্র্যাকচার হয়নি।
দলের সঙ্গে থাকা ফিজিও থিহান চন্দ্রমোহন জানান, ‘দ্বিতীয় টেস্টের জন্য সে আর বিবেচিত হচ্ছে না। তাকে তিন থেকে ছয় সপ্তাহের পর্যবেক্ষণে রাখা হবে।’
ওয়েস্ট ইন্ডিজ সফরের কেবল টেস্ট দলেই ছিলেন শফিউল।
Comments