বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টাইন রেফারি

বিশ্বকাপের আসর থেকে দ্বিতীয় রাউন্ডেই ছিটকে পড়েছে আর্জেন্টিনা। তাই ফাইনালটা দর্শক হিসেবেই দেখতে হচ্ছে মেসিদের। কিন্তু তারপরও ফাইনালের মঞ্চে থাকছেন এক আর্জেন্টাইন। ফ্রান্স-ক্রোয়েশিয়ার ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন আর্জেন্টাইন রেফারি নেস্তর পিতানা। বৃহস্পতিবার তাদের নাম ঘোষণা করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বিশ্বকাপের আসর থেকে দ্বিতীয় রাউন্ডেই ছিটকে পড়েছে আর্জেন্টিনা। তাই ফাইনালটা দর্শক হিসেবেই দেখতে হচ্ছে মেসিদের। কিন্তু তারপরও ফাইনালের মঞ্চে থাকছেন এক আর্জেন্টাইন। ফ্রান্স-ক্রোয়েশিয়ার ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন আর্জেন্টাইন রেফারি নেস্তর পিতানা। বৃহস্পতিবার তাদের নাম ঘোষণা করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

রোববার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে হবে শিরোপার লড়াই। অল ইউরোপিয়ান ফাইনালে রেফারির দায়িত্ব পালন করবেন পিতানা। এমনকি তার সহকারী রেফারি হিসেবে থাকবেন দুই স্বদেশী হার্নান মাইদানা ও হুয়ান পাবলো বেলাত্তি। তবে চতুর্থ রেফারি হিসেবে থাকবেন নেদারল্যান্ডসের বর্ন কুইপার্স ও অতিরিক্ত রেফারিও একজন ডাচ আরভিন জেইন্সত্রা।

চলতি আসরে এখন পর্যন্ত চারটি ম্যাচ পরিচালনা করেছেন পিতেনা। বিশ্বকাপে রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার উদ্বোধনী ম্যাচ পরিচালনার দায়িত্ব ছিল তার কাঁধে। এছাড়াও গ্রুপ পর্বে মেক্সিকো-সুইডেন, দ্বিতীয় রাউন্ডে ক্রোয়েশিয়া-ডেনমার্ক ও কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে-ফ্রান্স ম্যাচের রেফারি ছিলেন তিনি।

এ নিয়ে টানা দ্বিতীয়বার আর্জেন্টাইন রেফারির অধীনে বিশ্বকাপ ফাইনাল খেলছে ফ্রান্স। এর আগে ২০০৬ সালের ফাইনালে ম্যাচ পরিচালনা করেছিলেন আর্জেন্টিনার রেফারি হেক্তর এলিজোন্দো।

 

Comments