জিদানের সাথে তুলনা পছন্দ করছেন না গ্রিজম্যান

ফ্রেঞ্চ ফুটবল ইতিহাসেরই সেরা খেলোয়াড় ধরা হয় জিনেদিন জিদানকে। ১৯৯৮ বিশ্বকাপে তাঁর নৈপুণ্যেই প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছিল ফ্রান্স। সেই জিদানের সাথে তুলনা তো যেকোনো ফ্রেঞ্চ ফুটবলারের জন্যই পরম আরাধ্য বিষয়। কিন্তু আতোঁয়ান গ্রিজম্যান বিষয়টি ঠিক পছন্দ করছেন না।
রাশিয়া বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন গ্রিজম্যান। নিজে তিন গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন দুই গোল। নকআউট পর্বের দুই ম্যাচে গোল পেয়েছেন, সেমিফাইনালে গোল না পেলেও গোল করিয়েছেন। ফ্রেঞ্চ সমর্থকেরা তাই ভালোবেসে গ্রিজম্যানকে জিদানের ‘জিজু’ নামের সাথে মিলিয়ে ‘গ্রিজু’ ডাকতে শুরু করেছেন।
তবে এটি ঠিক পছন্দ হচ্ছে না অ্যাটলেটিকো মাদ্রিদের এই তারকার। ১৯৯৮ এর ফাইনালে জিদান যেবার জোড়া গোল করলেন, তখন গ্রিজম্যানের বয়স মাত্র সাত বছর। কিংবদন্তি জিদানের সাথে নিজের তুলনাটা তাই ঠিকভাবে নিতে পারছেন না তিনি, ‘আমি গ্রিজু নামটা ঠিক পছন্দ করছি না। এরকম পারফর্ম করাই তো আমার নিত্যদিনের কাজ। আমি ফুটবল খেলতে ভালোবাসি, দিনরাত এটিই খেলতে চাই। আমি কোন তুলনা চাই না, কেবল বিশ্বকাপটা জিততে চাই।’
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরষ্কার গোল্ডেন বল জেতারও খুব ভালো সম্ভাবনা আছে গ্রিজম্যানের। তবে ব্যক্তিগত পুরষ্কার নিয়ে এই মুহূর্তে মাথা ঘামাচ্ছেন না তিনি, ‘আমার সামনে এখন বিশ্বকাপ জেতার সুযোগ, গোল্ডেন বল জেতার না। গোল্ডেন বল পেলাম কি পেলাম না সে বিষয়ে আমার কোন মাথাব্যথা নেই। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রয়োজনীয় সবকিছুই আমি করতে প্রস্তুত।’
আরও পড়ুন ঃ বিশ্বকাপ জিতলেও জেলে যেতে হতে পারে মদ্রিচকে!
Comments