সিনেমায় আসিফ আকবর

Asif Akbar
আসিফ আকবর। ছবি: সংগৃহীত

কন্ঠশিল্পী আসিফ আকবরকে এবার দেখা যাবে ওয়েব সিনেমায়। অ্যাকশন-থ্রিলার এ সিনেমার নাম ‘ভি আই পি’। এটি পরিচালনা করবেন সৈকত নাসির।

বড় বাজেটের ওয়েব ফিল্মটির সময়সীমা হবে ২ ঘণ্টা ১০ মিনিট।

আসিফ আকবর দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “সিনেমায় আগে তো কখনো অভিনয় করিনি, তাই এতে আমাকে কীভাবে উপস্থাপন করা হবে তা পরিচালকই ভালো বলতে পারবেন। তবে এটা সত্য সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। দেখা যাক কী হয়।”

নিজেকে এখন সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তুত করছেন বলে জানান তিনি।

পরিচালক সৈকত নাসির দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “অনেকদিন ধরেই পরিকল্পনাটা চলছিল। এখন পরিকল্পনাটা বাস্তব হতে যাচ্ছে। প্রায় চার কোটি টাকার বাজেটে নির্মিত হবে সিনেমাটি।”

অ্যাকশন ও থ্রিলারধর্মী ছবিটির গল্পে অনেকগুলো টুইস্ট থাকবে উল্লেখ করে পরিচালক বলেন, “নায়িকা মাহিয়া মাহির সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে, তবে এখনো চুক্তি হয়নি।”

“আগামী ঈদের পর ছবিটির শুটিং শুরু হবে,” যোগ করেন নাসির।

Comments

The Daily Star  | English

Iran's top security body to decide on Hormuz closure

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

16h ago