ঢাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মসূচিতে ‘ছাত্রলীগের হামলা’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মানববন্ধন পরবর্তী মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। কোটা সংস্কার আন্দোলনের নেতাদের মুক্তির দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন শেষে মিছিল করার সময় হামলার ঘটনাটি ঘটে।
হামলার প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা বলেন, আজ রোববার সকাল ১১টা ২০ মিনিটের দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে যারা কারাগারে রয়েছেন ২৪ ঘণ্টার মধ্যে তাদের নিঃশর্ত মুক্তি ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪০০-৪৫০ জন শিক্ষার্থী। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদুল হক ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তানজিমুদ্দিন খানসহ ছয় জন শিক্ষক এই মানববন্ধনে ছিলেন।
এসময় শহীদ মিনারের পাশে আইন অনুষদের সামনে ছাত্রলীগের ২০০-৩০০ জন নেতাকর্মীরা ‘ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ রক্ষার দাবিতে’ মানববন্ধন করে লাউড স্পিকারে বক্তব্য দিচ্ছিলেন। শিক্ষক-শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের দিকে আসার সময় দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের শিববাড়ি এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়।
ঘটনার পর ফেসবুক স্ট্যাটাসে তানজিমুদ্দিন খান বলেন, ‘মনুষ্যত্ব হারিয়ে যাওয়া শিক্ষকেরা প্রশাসনিক নেতৃত্বে আছে বলেই আমরা শিক্ষক-শিক্ষার্থীরা কেউ নিরাপদ নই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শুধু আমাদের নাজেহাল আর শারীরিক আক্রমণ করেনি, ছাত্রলীগের তিনজন মাস্তান ভয় দেখানোর জন্য আমার বাসা পর্যন্ত মটর সাইকেলে চেপে আর দুজন পদব্রজে অনুসরণ করতে করতে এসেছে! এদের একজন আবার মোবাইল ফোন দিয়ে ক্রমাগত ছবি তুলছিল!’
এ ব্যাপারে প্রক্টর গোলাম রাব্বানী তাকে বলেন, ‘আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে যা খুশি তা করতে পারিনা! প্রক্টরিয়াল বডিকে না জানিয়ে কেন শহীদ মিনারে গেলাম?’
ফাহমিদুল হক বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আমাদের পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচিতে বাধা দিয়েছে। এ কারণে আমরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছিলাম। শিববাড়ি যেতেই ছাত্রলীগের একদল নেতাকর্মী শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
ছাত্র শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ঘটনার পর পরই বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা শাহবাগ মোড় অবরোধ করেন। তারা প্রায় ২০ মিনিট শাহবাগ অবরোধ করে রাখেন। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।
Comments