ফ্রান্স তো ফুটবলই খেলেনি: লভরেন

প্রথম শিরোপা জিততে না পারার আক্ষেপ দূর হওয়ার আগেই বিতর্কিত মন্তব্য করে বসেছেন ক্রোয়েশিয়ান ডিফেন্ডার দেজান লভরেন। শিরোপাজয়ী ফ্রান্সকে উদ্দেশ্য করে বলেছেন, তারা কোন ফুটবলই খেলেনি।
ফল পক্ষে গেলেও মূলত ফ্রান্সের খেলার ধরন নিয়েই আপত্তি লভরেনের, ‘ম্যাচটা হেরেছি বলে আমি হতাশ। ফ্রান্সের চেয়ে অনেক গুণ ভালো ফুটবল খেলেছি আমরা। আমরা আরও একবার সুন্দর ফুটবল খেলেছি। ফ্রান্স বিশ্বকাপ জয়ের জন্য ফেভারিট ছিল, এবং সেটা তারা জিতেছেও। কিন্তু আমি মনে করি মাঠে দুই দলের মধ্যে ভালো পারফরম্যান্স আমাদেরই ছিল। তারা তো ফুটবলটাই খেলেনি। শুধু সুযোগের অপেক্ষায় বসে থেকেছে আর গোল করেছে।’
বিশ্বকাপ শিরোপা ছুঁয়ে দেখার এত কাছে এসেও না পারায় স্বাভাবিকভাবেই হতাশ লিভারপুল ডিফেন্ডার লভরেন। তবে নিজেদের নিয়ে গর্বটাও কম নয় এই ক্রোয়েশিয়ান তারকার, ‘এই অনুভূতি বর্ণনা করা কঠিন। হয়তোবা এক-দুই সপ্তাহ পরে, কিংবা কয়েক মাস পরে ব্যাখ্যা করতে পারব। তবে এই মুহূর্তে এটি প্রকাশ করা খুব কঠিন। তবে সব মিলিয়ে আমি এই দল নিয়ে গর্বিত।’
এর আগে সেমিফাইনালের পর ফ্রান্সের ফুটবল খেলার ধরনের সমালোচনা করেছিলেন বেলজিয়ামের এডেন হ্যাজার্ড ও থিবো কোর্তোয়াও।
আরও পড়ুন ঃ ফ্রান্স কোথায়, বিশ্বকাপ তো জিতল আফ্রিকা!
Comments