টেস্টে ফের নয়ে নেমে গেল বাংলাদেশ
আড়াই মাস আগে ওয়েস্ট ইন্ডিজকে টপকে টেস্ট র্যাঙ্কিংয়ের আটে উঠেছিল বাংলাদেশ। প্রথমবারের মতো এই অবস্থান পেলেও তা ধরে রাখা যায়নি সাকিব আল হাসানের দলের। ওয়েস্ট ইন্ডিজে গিয়েই বেহাল দশায় ফের নেমে আসতে হয়েছে নয়ে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই বড় ব্যবধানে হার। প্রথমটিতে ৪৩ রানে গুটিয়ে যাওয়ার বিব্রতকর অভিজ্ঞতার পর র্যাঙ্কিংয়ে অবনমন অবধারিতই ছিল।
গত ১ মে নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবার আটে উঠেছিল বাংলাদেশ। তখন বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল তখন ৭৫, ওয়েস্ট ইন্ডিজের ৬৭। ঘরের মাঠে উপরে থাকা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ড্র করলে জেসন হোল্ডারদের পয়েন্ট দাঁড়ায় ৭২।
দুই ম্যাচের সিরিজ ড্র করলেই অবস্থান ধরে রাখতে পারত বাংলাদেশ। কিন্তু প্রথম টেস্টে ইনিংস ও ২২১ রানে হারের পর পরের টেস্টে হেরেছে ১৬৬ রানে। দুই টেস্টেই শেষ হয়েছে তিনদিনে।
এই সিরিজের পর হালনাগাদ হওয়া নতুন র্যাঙ্কিংয়ে ক্যারিবিয়ানদের
রেটিং পয়েন্ট এখন ৭৭। বাংলাদেশের কমে হয়েছে ৬৭।
Comments