‘ভাইজান’, ‘সুলতান’ মুখোমুখি

Bhaijan Elo Re
‘ভাইজান এলো রে’ ছবির একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

আগামী ২০ জুলাই সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে একইসঙ্গে মুক্তি পাচ্ছে ‘ভাইজান এলো রে’ এবং ‘সুলতান: দ্য সেভিয়র’।

‘ভাইজান এলো রে’ ছবির পরিবেশক এন ইউ আহমেদ ট্রেডার্সের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “শাকিব খান অভিনীত ‘ভাইজান এলো রে’ সারাদেশ প্রায় ৫০টির বেশি সিনেমা হলে মুক্তি পাবে। প্রথম সপ্তাহে হল সংখ্যা কম হলেও পরে তা বাড়বে।”

শাকিব খানের এই ছবিটি দর্শকরা গ্রহণ করবেন বলে আশা করেন কিবরিয়া লিপু।

কলকাতার এসকে মুভিজ প্রযোজিত ‘ভাইজান এলো রে’ ছবিটি পরিচালনা করেছেন কলকাতার জয়দীপ মুখার্জি। এতে ভাইজান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। নায়িকা হিসেবে তার সঙ্গে রয়েছেন পায়েল এবং শ্রাবন্তী। ছবিটিতে অভিনয় করেছেন রজতাভ দত্ত, বিশ্বনাথ, দীপা খন্দকারসহ আরও অনেকে।

Sultan the Savior
‘সুলতান: দ্য সেভিয়র’ ছবির একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

একই দিনে মুক্তি পাচ্ছে কলকাতার জিৎ এবং বাংলাদেশের বিদ্যা সিনহা মিম অভিনীত ‘সুলতান: দ্য সেভিয়র’। ছবিটির পরিবেশক জাজ মাল্টিমিডিয়া। রাজা চন্দ পরিচালিত এই ছবিটিতে আরও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার, আমান রেজা, তাসকিন রহমান প্রমুখ।

‘সুলতান: দ্য সেভিয়র’ প্রযোজনা করেছে জিতস ফিল্মস ওয়ার্কস ও সুরিন্দরস ফিল্মস! তাদের সঙ্গে রয়েছে জাজ মাল্টিমিডিয়াও।

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

5h ago