আরিফুলের অলরাউন্ড নৈপুণ্যে ২ রানে জিতল ‘এ’ দল

Ariful Haque
শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে ৪৭ রানের ইনিংস খেলার পথে আরিফুল হক। ছবি: বিসিবি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচের সিরিজ হারার পর ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ‘এ’ দল। আরিফুল হকের অলরাউন্ড নৈপুণ্যে প্রথম ওয়ানডেতে ২ রানে জিতেছে মোহাম্মদ মিঠুনের দল।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকেই ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কানরা। মিজানুর রহমান, ফজলে রাব্বির দুই ফিফটি। আরিফুল ও অধিনায়ক মিঠুনের ঝড়ো দুটি ইনিংসে ২৮০ রানের শক্ত পুঁজি পেয়েছিল ‘এ’ দল। জবাবে উপুল থারাঙ্গা, থিসিরা পেরেরাদের নিয়ে গড়া লঙ্কান ‘এ’ দল থেমে যায় ২৭৮ রানে। বাংলাদেশের তিন পেসারই মুড়েছেন লঙ্কান ইনিংস। খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ৩টি আর আরিফুল পান ২ উইকেট।

Ariful Haque

টস হেরে ব্যাটিং পেয়ে শুরুটা ভালোই করেছিলেন সৌম্য সরকার ও মিজানুর। জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা সৌম্যের দিকেই চোখ ছিল নির্বচকদের। তবে আবারও হতাশ করেছেন তিনিই। ভালো শুরুর তার ইনিংস থেমেছে ওই ত্রিশের ঘরেই। ৩৪ বলে ২৪ রান করে শেহান জয়সুরিয়ার বলে পেরেরার হাতে ক্যাচ দেন সৌম্য। ওয়ানডাউনে নেমে রান পাননি জাকির হাসানও। তবে কিছুটা শ্লথ গতিতে ব্যাট করে  ফিফটি তুলে নেন মিজানুর। ১০৭ বলে তার ৬৭ রানের ইনিংস থামান শেহান মধুশঙ্কা।

‘এ’ দলের রানের চাকা গতি পায় এরপরেই। ফজলে রাব্বি আর মোহাম্মদ মিঠুন রান করেছেন বলের সঙ্গে পাল্লা দিয়েই। ৬৩ বলে ৫৯ করে রান আউটে কাটা পড়েন রাব্বি। মিঠুনের ৪৪ বলে ৪৪ রানের ইনিংস থামে অভিজ্ঞ পেরেরার বলে।

শেষ দিকটা পুরোটাই আরিফুলময়। ২২ বলে চারটি ছক্কা আর তিন বাউন্ডারিতে ৪৭ রান করেন তিনি।

লঙ্কানদের রান তাড়ায় শুরুতেই আঘাত হানেন দুই পেসার খালেদ ও শরিফুল। ১৩ রানেই দুই ওপেনার সামারা বিক্রমা আর থারাঙ্গাকে ফিরিয়ে দেন তারা। লাহিরু থিরিমান্নেকে বেশি দূর আগাতে দেননি আরিফুল। পরেন আসান প্রিয়রঞ্জানকেও ফেরান তিনি।

টপ অর্ডারের ব্যর্থতার দিনে লঙ্কানদের টেনেছেন দাসুন শানাকা। ৭৮ বলে ৭৮ করার পর তাকে আউট করেন খালেদ। এর আগে পেরেরাও  ফেরান ডানহাতি এই পেসার। লঙ্কান ইনিংসের লেজটা মুড়ে দেন বাঁহাতি পেসার শরিফুল। ৫৪ রানে ৩ উইকেট নেন তিনি। ৩ উইকেট পেয়েছেন খালেদও। তবে তিনি খরচ করে ফেলেন ৭২ রান। ৮ ওভার বল করে ৪২ রান দিয়ে ২ উইকেট নিয়ে দলের জয়ে সবচেয়ে বড় অবদান আরিফুলেরই।

 

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

11h ago