ওয়ানডে সিরিজের আগেই যোগ দেবেন ব্যাটিং পরামর্শক

সর্বশেষ ছয় টেস্ট ইনিংসে দুশোর নিচে অলআউট হয়েছে বাংলাদেশ। ওয়ানডে, টি-টোয়েন্টিতেও ধুঁকছেন ব্যাটসম্যানরা। এই জায়গায় একজন কোচের অভাব তাই ছিল অনেক দিন থেকেই। অবশেষে একটা সমাধানে পৌঁছেছে বিসিবি। ব্যাটিং পরামর্শক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দেবেন সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান নেইল ম্যাকেঞ্জি। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো তার নামটা জানায়নি বিসিবি।
নাম মুখে না আনলেও ব্যাটিং পরামর্শকের যোগ দেওয়ার একটা সম্ভাব্য তারিখ দিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী, ‘ওয়েস্ট ইন্ডিজ আমাদের জাতীয় দলের সঙ্গে একজন ব্যাটিং কনসালটেন্ট যোগ দেবেন। সব কিছু চূড়ান্ত হয়ে আছে। সব কিছু ঠিক থাকলে আমরা আশা করছি ২২ তারিখের মধ্যে যোগ দেবেন।’
এখন থেকে জাতীয় দলের সব সাপোর্ট স্টাফের নিয়োগই হচ্ছে ২০১৯ বিশ্বকাপ সামনে রেখে। চুক্তিতেও কাজের সময়সীমা সে পর্যন্ত রাখা হচ্ছে বলে জানান সিইও, ‘আমরা এখন যে চুক্তিগুলো করছি সেটা ২০১৯ বিশ্বকাপকে বিবেচনায় রেখেই করছি। ’
সবই ঠিকঠাক তবু নাম মুখে না আনতে আরেকটু সময় নিতে চাইলেন নিজামউদ্দিন, ‘একটা চুক্তির খুঁটিনাটি বিষয় থাকে। পুরো বিষয়টি চূড়ান্ত হলে বিস্তারিত (নাম) জানিয়ে দেব।’
২২ জুলাই গায়ানায় শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের প্রথম ওয়ানডে, ২৬ জুলাই দ্বিতীয় ম্যাচও একই ভেন্যুতে। ২৮ জুলাই সেন্ট কিটসে হবে শেষ ম্যাচে। পরে শুরু হবে দুদলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
Comments