‘ভল্টে সোনা ঠিকই আছে’

bangladesh bank logo

বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা সোনা “ঠিকই আছে” বলে দাবি করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।

তিনি বলেন, দেশের জনগণের গচ্ছিত সম্পদ দেখভালের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। যদি সে কাজে কোন গাফলতি দেখা যায় তাহলে সরকারকে বিষয়টি খতিয়ে দেখা উচিত।

সচিবালয়ে আজ (১৮ এপ্রিল) এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দেশে ফিরে আসার পর অর্থমন্ত্রীকে এ বিষয়ে অবহিত করা হবে। এরপর তিনি সিদ্ধান্ত নিবেন ঘটনাটির আরও তদন্তের প্রয়োজন রয়েছে কী না- মন্তব্য প্রতিমন্ত্রী মান্নানের।

উল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে গতকাল ভল্টে রাখা সোনার হেরফেরের অভিযোগ নাকচ করে দেওয়া হয়। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সেখানে রাখা সোনা কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে।

আরও পড়ুন:

ইংরেজি বাংলার হেরফেরে সোনা নিয়ে বিভ্রান্তি: বাংলাদেশ ব্যাংক

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

10h ago