এইচএসসি পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর
এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষামন্ত্রী আজ সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ফলাফলের কপি হস্তান্তর করেন। শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত ঘোষণা করবেন। দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দুপুরে আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর পরীক্ষার্থীরা তাদের নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
এ বছর সারাদেশে ৮,৮৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩,১১,৪৫৭ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ৬,৩৫,৬৯৭ জন ও মেয়ের সংখ্যা ৫,৪৭,৯৮৯ জন। গত বছর ১১,৮৩,৬৮৬ জন এই পরীক্ষায় অংশ নিয়েছিল।
Comments