কক্সবাজারে ‘অস্ত্র কারখানায়’ অভিযান
কক্সবাজারের মহেশখালীতে দুর্গম পাহাড়ি এলাকায় ‘অস্ত্র তৈরির কারখানায়’ অভিযান চালিয়েছে র্যাব। সেখান থেকে ২০টি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে ২ জনকে।
র্যাবের সদরদপ্তর থেকে পাঠানো এসএমএসে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত মধ্যরাতের পর কালারমারছড়া দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালায় র্যাব-৭। সকাল সাড়ে ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত ছিল।
Comments