টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রীতিমতো বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। এবার মাঠে নামছে ওয়ানডে সিরিজে। এ সংস্করণে অবশ্য বেশ সাবলীল টাইগাররা। তাই ভালো কিছুর প্রত্যাশাই করছে বাংলাদেশ। শুরুটাও ভালো হয়েছে। টস জিতে নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বেছে নিয়েছেন ব্যাটিং। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায়।
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ

টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রীতিমতো বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। এবার মাঠে নামছে ওয়ানডে সিরিজে। এ সংস্করণে অবশ্য বেশ সাবলীল টাইগাররা। তাই ভালো কিছুর প্রত্যাশাই করছে বাংলাদেশ। শুরুটাও ভালো হয়েছে। টস জিতে নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বেছে নিয়েছেন ব্যাটিং। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

ঐতিহ্যগতভাবেই গায়ানার পিচে কিছুটা সুবিধা পেয়ে থাকেন স্পিনাররা। এবারও তেমন কিছুর আশাতেই স্পিন বান্ধব একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশের। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন অফস্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। জ্যামাইকায় একমাত্র প্রস্তুতি ম্যাচে ১৪ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।ব্যাটিং সামর্থ্যের কারণেই নাজমুল ইসলাম অপুকে পেছনে ফেলে একাদশে আছেন মিরাজ।

তামিম ইকবালের সঙ্গে ওপেনিং জুটিতে নামবেন এনামুল হক বিজয়। তবে প্রস্তুতি ম্যাচে তিনি শূন্য রানে আউট হওয়ায় আর লিটন দাস ৭০ রানের ইনিংস খেলায় এই জায়গায় সিদ্ধান্তটা একটু কঠিন হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত বিজয়ের উপরই আস্থা রেখেছেন অধিনায়ক। টেস্টে বাজে বোলিং করলেও প্রস্তুতি ম্যাচে ৩ উইকেট নিয়ে রঙিন পোশাকে নিজের সামর্থের জানান দিয়েছেন রুবেল হোসেন। মাশরাফি ও মোস্তাফিজের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে আছেন তিনিই।

এদিকে বেশ শক্তিশালী দল নিয়েই মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ফিরেছেন ক্রিস গেইলও। বিশ্বকাপ বাছাই পর্ব খেলার পর থেকে একাদশের ছিলেন তিনিও।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত,   মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মর্তুজা, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, জেসন মোহাম্মদ, শিমরন হেটমায়ের, জেসন হোল্ডার (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, দেভেন্দ্র বিশু, আশলে নার্স ও আলজারি জোসেফ।

Comments

The Daily Star  | English

Is Raushan's political career coming to an end?

With Raushan Ershad not participating in the January 7 parliamentary election, questions have arisen whether the 27-year political career of the Jatiya Party chief patron and opposition leader is coming to an end

26m ago