ফুটবল

পছন্দের ৭ নাম্বার জার্সি পেলেন এমবাপে

মাত্র ১৯ বছর বয়সেই বিশ্ব জয়। বিশ্বের সবচেয়ে দামি টিনএজারও তিনি। অথচ এ খেলোয়াড় কি না ক্লাবে খেলেন ২৯ নম্বর জার্সি পড়ে। ঠিক যেন মানানসই নয়। তবে এবারে পছন্দের জার্সিটি পাচ্ছেন কিলিয়ান এমবাপে। প্রিয় খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ৭ নাম্বার জার্সি পড়ে খেলবেন এ পিএসজি তারকা।

মাত্র ১৯ বছর বয়সেই বিশ্ব জয়। বিশ্বের সবচেয়ে দামি টিনএজারও তিনি। অথচ এ খেলোয়াড় কি না ক্লাবে খেলেন ২৯ নম্বর জার্সি পড়ে। ঠিক যেন মানানসই নয়। তবে এবারে পছন্দের জার্সিটি পাচ্ছেন কিলিয়ান এমবাপে। প্রিয় খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ৭ নাম্বার জার্সি পড়ে খেলবেন এ পিএসজি তারকা।

বিশ্বকাপে ফ্রান্সের হয়ে ১০ নাম্বার জার্সি পড়ে খেলেছেন এমবাপে। দলের সেরা খেলোয়াড়ই এ জার্সি পেয়ে থাকে। আর এমবাপেই যে ফ্রান্সের সেরা তারকা ছিলেন তা প্রমাণ করেছেন মাঠের খেলাতেই। এবার পালা ক্লাবে। কিন্তু পিএসজিতে ১০ নাম্বার জার্সি পড়ে খেলেন ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমার।

তবে গত মৌসুমে পিএসজির চুক্তিভুক্ত খেলোয়াড় ছিলেন না এমবাপে। মোনাকো থেকে খেলেছেন ধারে। তাই পছন্দের জার্সি পাননি এমবাপে। তবে এ গ্রীষ্মেই ১২০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে প্যারিসের ক্লাবটির হচ্ছেন তিনি। আর নতুন এ মৌসুমে নতুন জার্সি পাচ্ছেন এমবাপে।

তবে ৭ নাম্বার জার্সি পাওয়াটা সহজ ছিল না এমবাপের জন্য। গত মৌসুমে এ জার্সি পড়ে খেলেছেন লুকাস মউরা। গ্রীষ্মের দলবদলে এ মৌসুমে টটেনহামে যোগ দিচ্ছেন তিনি। আর তাতেই পছন্দের জার্সিতে চোখ পড়ে এমবাপের। আর ক্লাবও তা মেনে নিয়েছে বলেই জানিয়েছে ফরাসী গণমাধ্যম।

শৈশব থেকেই ক্রিস্টিয়ানো রোনালদোর বড় ভক্ত এমবাপে। তার পুরো ঘর জুড়ে শোভা পেত রোনালদোর ছবি। তখন থেকেই এ সিআরসেভেনের মতো খেলার স্বপ্ন দেখতেন তিনি। আর সে স্বপ্ন অনেকটাই পূরণ হয়েছে তার। এবার রোনালদোর জায়গা পূরণে তাঁকেই চাচ্ছে রিয়াল মাদ্রিদ। যদিও পিএসজিতে থাকবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন এমবাপে।

Comments

The Daily Star  | English

Are tides turning in Myanmar's civil war?

On October 27, the civil conflict in Myanmar took a significant turn.

6h ago