আয়ারল্যান্ড সফরের ‘এ’ দলে মুমিনুল, তাসকিন
পাঁচ ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি খেলতে চলতি মাসেই আয়ারল্যান্ড যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। রঙিন পোশাকের এই সিরিজের জন্য ১৬ জনের দল দিয়েছে বিসিবি। তাতে ডাক পেয়েছেন মুমিনুল হক, তাসকিন আহমেদরা। দলে আছেন শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ঘরের মাঠে খেলা সৌম্য সরকারও।
ওয়ানডে দিয়ে আগস্টের প্রথম দিন শুরু হবে দুদলের সিরিজ। ওয়ানডে সিরিজে দলের নেতৃত্ব দেবেন মুমিনুল হক। তার ডেপুটি করা হয়েছে সৌম্য সরকারকে। পরে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্বে থাকবেন জাতীয় দলের ফেরার লড়াইয়ে থাকা সৌম্যই।
দলে আছেন নুরুল হাসান সোহান, নাজমুল হাসান শান্তর মতো সদ্য জাতীয় দলে খেলা তরুণরাও।
বাংলাদেশ ‘এ’ দল: সৌম্য সরকার (টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক, ওয়ানডেতে সহ-অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, ফজলে মাহমুদ রাব্বি, মুমিনুল হক (ওয়ানডেতে অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আল আমিন জুনিয়র, জাকির হাসান, নাঈম হাসান, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান, সাইফউদ্দিন, মিজানুর রহমান, সাইফ হাসান, তাসকিন আহমেদ।
সফরসূচি
তারিখ |
খেলা |
ভেন্যু |
বাংলাদেশ সময় |
০১ আগস্ট ২০১৮ |
প্রথম ওয়ানডে |
ওয়াক হিল সিসি উইকলো |
বিকেল ৩টা ৪৫ |
০২ আগস্ট ২০১৮ |
দ্বিতীয় ওয়ানডে |
ওয়াক হিল সিসি উইকলো |
বিকেল ৩টা ৪৫ |
০৫ আগস্ট ২০১৮ |
তৃতীয় ওয়ানডে |
ওয়াক হিল সিসি উইকলো |
বিকেল ৩টা ৪৫ |
০৮ আগস্ট |
চতুর্থ ওয়ানডে |
দ্য হিলস সিসি, ডাবলিন |
বিকেল ৩টা ৪৫ |
১০ আগস্ট ২০১৮ |
পঞ্চম ওয়ানডে |
ক্লনটার্ফ সিসি, ডাবলিন |
বিকেল ৩টা ৪৫ |
১৩ আগস্ট ২০১৮ |
প্রথম টি-টোয়েন্টি |
ক্লনটার্ফ সিসি |
রাত ৯টা |
১৫ আগস্ট ২০১৮ |
দ্বিতীয় টি-টোয়েন্টি |
ক্লনটার্ফ সিসি |
রাত ৯টা |
১৭ আগস্ট |
তৃতীয় টি-টোয়েন্টি |
ম্যালাহাইড |
রাত ৯টা |
Comments