মাদ্রিদ সফর ‘বাতিল’ করেছেন রোনালদো

রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে নাম লিখিয়েছেন হালের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। নতুন ক্লাবে যোগ দিয়ে দলের সঙ্গে পরিচয় পর্বও শেষ। কথা ছিল জুভেন্টাসের হয়ে অনুশীলনে নামার আগেই পুরনো সতীর্থদের সঙ্গে দেখা করতে মাদ্রিদে ফিরবেন পর্তুগিজ অধিনায়ক। কিন্তু বিশেষ কারণে আপাতত মাদ্রিদ সফর বাতিল করেছেন পাঁচ বারের ব্যলন ডি’অর জয়ী এ তারকা।

ইতালিয়ান সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে দেখা হওয়ার ঝুঁকিটা নিতে চাইছেন না রোনালদো। পেরেজের সঙ্গে অনেক আগের থেকেই সম্পর্কটা ভালো নয় তার। তার উপর কদিন আগেই কর ফাঁকি মামলায় জেল ও জরিমানা হয়েছে রোনালদোর। জেল খাটতে না হলেও এতে অসন্তুষ্ট তিনি। পর্তুগিজ তারকার ধারণা এ মামলায় তাকে কোন ধরণের সহয়তা করবেন না পেরেজ।

তবে সাবেক সতীর্থদের সঙ্গে দেখা করতে আগ্রহী রোনালদো। কিন্তু বর্তমানে মাদ্রিদে ফিরে যাওয়ার কোন ইচ্ছাই নেই তার। এর জন্য ভিন্ন কিছু ভাবছেন সিআরসেভেন। এদিকে বর্তমানে নাইকির একটি ইভেন্টে অংশ নিতে চীনে আছেন রোনালদো। ফিরবেন ৩০ জুলাই। তাই প্রীতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপেও খেলা হচ্ছে না তার। অন্যথায় সাবেক সতীর্থদের সঙ্গে দেখা হতে পারতো তখনই।

আগামী ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে জুভেন্টাসের আনুষ্ঠানিক অনুশীলন। তবে এর আগে ১২ আগস্ট তুরিনের হয়ে ওল্ড লেডিতে নামবেন রোনালদো। ভিয়ার পেরসায় প্রিমাভেরা দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে তুরিনরা।  সে ম্যাচের জন্য এর মধ্যেই ৫০০০ টিকেট বিক্রি করেছে ক্লাবটি। শুধু তাই নয় রোনালদোর কারণে আগামী মৌসুমের প্রায় সব টিকেট এর মধ্যেই বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে জুভেন্টাস।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

2h ago