শোক কাটিয়ে স্ত্রী-পুত্রদের নিয়ে ইবিজা বিচে মেসি

রাশিয়ায় দ্বিতীয় রাউন্ডেই শেষ হয় আর্জেন্টিনার বিশ্বকাপ। মাথা নিচু করেই মাঠ ছাড়তে হয়েছিল লিওনেল মেসিকে। দলকে যে তার প্রত্যাশিত জয় এনে দিতে পারেননি। তবে হতাশার বৃত্ত থেকে বের হতে পেরেছেন ক্ষুদে জাদুকর। স্পেনের ইবিজা বিচে বেশ প্রাণবন্তই দেখা গিয়েছে পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এ তারকাকে। স্ত্রী-পুত্রদের নিয়ে বেশ মজা করেই দিন কাটাচ্ছেন তিনি।

রাশিয়ায় দ্বিতীয় রাউন্ডেই শেষ হয় আর্জেন্টিনার বিশ্বকাপ। মাথা নিচু করেই মাঠ ছাড়তে হয়েছিল লিওনেল মেসিকে। দলকে যে তার প্রত্যাশিত জয় এনে দিতে পারেননি। তবে হতাশার বৃত্ত থেকে বের হতে পেরেছেন ক্ষুদে জাদুকর। স্পেনের ইবিজা বিচে বেশ প্রাণবন্তই দেখা গিয়েছে পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এ তারকাকে। স্ত্রী-পুত্রদের নিয়ে বেশ মজা করেই দিন কাটাচ্ছেন তিনি।

বিশ্বকাপে আশানুরূপ ফলাফল করতে না পারায় বেশ হতাশ ছিলেন মেসি। গুঞ্জন ছিল জাতীয় দল থেকে অবসরও নিতে পারেন তিনি। অনেকেই তাকে নিজের মতো উপভোগ করে সময় কাটানোর কথা বলেছিলেন। জাতীয় দলের সতীর্থ কার্লোস তেভেজ তো এক প্রকার আকুতি প্রকাশ করে বলেছিলেন, ‘আমাদের তাকে (মেসি) প্রয়োজন, কারণ সে আর্জেন্টিনার প্রাণ। তাকে এখন বিশ্রাম নিতে হবে, মাথা ঠাণ্ডা রাখতে হবে।’

আর মাথা ঠাণ্ডা রাখার জন্য পরিবারের সবাইকে নিয়ে মাঠের বাইরে আলাদা সময় কাটানোর চেয়ে ভালো কি হতে পারে। যেন তেভেজের আকুতি শুনেই ইবিজা বিচে তাই দারুণ সময় কাটাচ্ছেন মেসি। স্ত্রীকে নিয়ে প্যাডেল-বোর্ডিং করতে দেখা গিয়েছে তাকে। এ ভ্রমণে তার সঙ্গে যোগ দিয়েছেন সাবেক বার্সেলোনা তারকা ও বর্তমান চেলসি তারকা চেক ফেব্রিগাস ও তার পরিবার।

একই সময়ে ইবিজা বিচে ঘুরতে গিয়েছেন টেনিস তারকা রাফায়েল নাদালও। বিচেই দেখা হয়ে যায় দুই জীবন্ত কিংবদন্তির। দুই জনের তোলা বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরালও হয়ে যায়। ইংলিশ গণমাধ্যমের খবর অনুযায়ী এ দুই তারকা মেদি কার্তারিয়ান দ্বীপের একটি অভিজাত রেস্তোরায় একই সঙ্গে ডিনারও করেছেন।

চলতি মাসের শেষে বার্সেলোনায় ক্যাম্পে স্প্যানিশ তারকা জেরার্দ পিকে, জর্দি অলবা, সের্জিও বুস্কেতসদের সঙ্গে যোগ দেবেন মেসি। এর আগে অবশ্য এ তারকাদের এক মাসের ছুটি দিয়েছেন কোচ এরনেস্তো ভালভার্দে। আর সময়টা নিজেদের মতো উপভোগ করছেন তারা।

Comments