রিয়ালে যাওয়া পছন্দ নয় হ্যাজার্ডের ছোট ভাইয়ের

আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ অনুযায়ী খুব শিগগিরই রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন চেলসির উইঙ্গার এডেন হ্যাজার্ড। হ্যাজার্ডও এ দলবদলে বেশ আগ্রহী। কিন্তু কি ভাবছে তার পরিবার? রিয়ালে যাওয়া পছন্দ নয় তার ছোট ভাই কিলিয়ান হ্যাজার্ডের।
দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো দল ছেড়ে চলে তাঁবু গেড়েছেন জুভেন্টাসে। তার একজন যোগ্য বিকল্প তো চাই-ই চাই রিয়ালের। পছন্দের তালিকায় ছিলেন নেইমার। কিন্তু পিএসজিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ছিলেন কিলিয়ান এমবাপেও। তিনিও থাকছেন প্যারিসের ক্লাবেই। তাই বাধ্য হয়েই হ্যাজার্ডকে পেতে মরিয়া রিয়াল।
আলোচনাও অনেক খানি এগিয়েছে। যদিও হ্যাজার্ডকে ধরে রাখতে চাইছেন চেলসির নতুন ম্যানেজার মাউরিজিও সারি। তবে টাকার অংকটা বেশ বড়। ১৭০ মিলিয়ন পাউন্ড। হলে, এটা হবে ফুটবল ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম ট্রান্সফার। তার উপর হ্যাজার্ডের ইচ্ছেও ষোলআনা। শেষ পর্যন্ত তাকে ধরে রাখা বেশ কঠিনই হতে পারে চেলসির জন্য।
কিন্তু এমন আলোচনায় খুশি নন হ্যাজার্ডের ছোট ভাই কিলিয়ান। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি কমেন্টের কারণে উঠে আসে বিষয়টি। ফটোশপে করা মাদ্রিদের সাদা জার্সিতে হ্যাজার্ডের ছবিতে প্রশ্ন করা হয়, 'আপনি কি মনে করেন দলবদলটা হ্যাজার্ডের জন্য এটা সঠিক?' আর তাতে নেতিবাচক ইঙ্গিত দিয়েছেন তার ভাই। যদিও সরাসরি লিখেননি। একটি ইমো দিয়ে বুঝিয়েছেন। আর এরপরই সামাজিক মাধ্যমে এর স্ক্রিনশট ছড়িয়ে পড়ে।
এদিকে কদিন আগেই হ্যাজার্ড তার নিজের ইচ্ছেটা পরিষ্কার করেছেন, ‘চেলসির হয়ে ছয় বছর দারুণ সময় কাটানোর পর এখন সময় এসেছে নতুন কিছু ভাবনার।’ তবে পাশাপাশি এটাও বলেছেন, ‘আমার ক্লাবই চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। তবে যদি তারা যেতে দেয়, তাহলে আপনারা জানেন আমার গন্তব্য কোথায় হচ্ছে।’ চেলসি তাকে ছাড়তে চাইছে না, পরিবারও সন্তুষ্ট নয়। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে এ ট্রান্সফার।
Comments