যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচে খেলছেন না মেসিও

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে খেলবেন না ক্রিস্তিয়ানো রোনালদো। খবরটা পুরনো। এবার চিরপ্রতিদ্বন্দ্বীর পথেই হাঁটলেন লিওনেল মেসি। মৌসুম শুরুর আগে প্রস্তুতি ছাড়তে এ টুর্নামেন্টে অংশ নিতে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবে বার্সেলোনা। তবে এ টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন তারকা।

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে খেলবেন না ক্রিস্তিয়ানো রোনালদো। খবরটা পুরনো। এবার চিরপ্রতিদ্বন্দ্বীর পথেই হাঁটলেন লিওনেল মেসি। মৌসুম শুরুর আগে প্রস্তুতি নেওয়ার এ টুর্নামেন্টে অংশ নিতে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবে বার্সেলোনা। তবে এ টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন তারকা।

তবে মেসি একাই নন, এ টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জেরার্দ পিকে, লুইস সুয়ারেজ, জর্দি আলবা, স্যামুয়েল উমতিতি, ওসমান ডেম্বেলে, ইভান রাকিতিচ ও সের্জিও বুসকেতসরাও। তাদের এক মাসের ছুটি দিয়েছেন কোচ এরনেস্তো ভালভার্দে। বর্তমানে স্ত্রী ও সন্তানদের নিয়ে স্পেনের ইবিজা বিচে বেশ প্রাণবন্ত সময় কাটাচ্ছেন মেসি।

যুক্তরাষ্ট্রে টটেনহ্যাম, রোমা ও এসি মিলানের বিপক্ষে তিনটি প্রীতি ম্যাচ খেলবে বার্সেলোনা। ১০ দিনের সফরে সেরা তারকারা না থাকায় সের্জি সাম্পার, মুনির, মারলনের মতো তরুণ খেলোয়াড়দের সঙ্গে নতুন যোগ হওয়া লিংলেট ও আর্থারদের নিয়েই ভাবতে হচ্ছে ভালভার্দেকে।

আর দলের সঙ্গে গেলেও শনিবার টটেনহ্যামের বিপক্ষে প্রথম ম্যাচে খেলা হচ্ছে না জার্মান গোলরক্ষক মার্ক টের স্টেগানের। কারণ ৩১ জুলাই ডালাসে দলের সঙ্গে যোগ দিবেন এ গোলরক্ষক।

বার্সেলোনার ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ স্কোয়াড : টের স্টেগান, কিয়েসেন, সেমেদো, ডেনিস সুয়ারেজ, আলকাসের, ডিঙ্গে, সের্জিও রোবার্তো, আন্দ্রে গোমেজ, আলেক্স ভিদাল, আর্থার, লিংলেট, রাফিনহা, মুনির, মারলন, সাম্পার, জকিন এজকেইতা, পালেনসিয়া, কুকুরেয়া, মিঙ্গুয়েজা, কোয়েনকা, মিরান্দা, মনচু, কোয়াদো, রিকুই পুয়েগ, আবেল রুইজ, পেরেজ, চুমি ও বাল্লু।

Comments

The Daily Star  | English

Dhaka stares down the barrel of water

Once widely abundant, the freshwater for Dhaka dwellers continues to deplete at a dramatic rate and may disappear far below the ground.

7h ago