‘বিতর্কিত নিয়মে’ যে বাউন্ডারি পাননি মুশফিক

তখন ৪৩তম ওভারের খেলা চলছিল। দেবেন্দ্র বিশুর বলে রিভার্স সুইপ করতে গেলেন মুশফিকুর রহিম। বল তার ব্যাটের কানা আর প্যাড স্পর্শ করে চলে গেল বাউন্ডারিতে, কিন্তু ক্যারিবিয়ানদের আবেদনে সাড়া দিয়ে মুশফিককে আউট দেন আম্পায়ার। পরে রিভিউ নিয়ে মুশফিক বেঁচে গেলেও পাওয়া হয়নি ওই বাউন্ডারি।

তখন ৪৩তম ওভারের খেলা চলছিল। দেবেন্দ্র বিশুর বলে রিভার্স সুইপ করতে গেলেন মুশফিকুর রহিম। বল তার ব্যাটের কানা আর প্যাড স্পর্শ করে চলে গেল বাউন্ডারিতে, কিন্তু ক্যারিবিয়ানদের আবেদনে সাড়া দিয়ে মুশফিককে আউট দেন আম্পায়ার। পরে রিভিউ নিয়ে মুশফিক বেঁচে গেলেও পাওয়া হয়নি ওই বাউন্ডারি।

গায়ানায় দ্বিতীয় ওয়ানডেতে একদম হাতের নাগালে নিয়ে আসা ম্যাচ অদ্ভুতুড়ে ভাবে ৩ রানে হারে বাংলাদেশ। এই হারের পর আলোচনায় আসছে মুশফিকের ওই চার না পাওয়া। যদিও সবই হয়েছে নিয়মের মধ্যে।

রিভিউর ক্ষেত্রে আইসিসির আইনে আছে, মাঠের আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউয়ে সিদ্ধান্ত পালটে গেলে ওই বলে কোন রান যোগ হবে না। যুক্তিটা ছিল যেহেতু, আউটের আবেদনে সাড়া দেওয়ার পর বল ‘ডেড’ হয়ে যায়, তাই স্বাভাবিকভাবেই ফিল্ডাররা তা ধরার দিকে নজর দেন না।

তবে এই আইন নিয়ে আছে বিতর্কও। আম্পায়ারের ভুলের কারণে ব্যাটসম্যান কেন রান থেকে বঞ্চিত হবেন। এবার মুশফিকের বাউন্ডারি না পাওয়ার পর এই আইন নিয়ে প্রশ্ন তুলছেন ধারাভাষ্যকার ইয়ান বিশপ ও জেফ ডুজন। তাদের মতে বিশ্বকাপ ফাইনালের শিরোপা নির্ধারণী  অবস্থায় এমন হলে, সে কি সাংঘাতিক রকম দুঃখজনক হতে পারে। সাবেক এই দুই ক্রিকেটার এই আইনটি বদলে ফেলতে আইসিসিকে ভাবতেও অনুরোধ করেছেন।

তবে ওইসময় বাউন্ডারি না পেলে সেটাকে অজুহাত বানানোর উপায় নেই বাংলাদেশ। পরে তো ম্যাচ চলেই এসেছিল বাংলাদেশের পকেটে। হাতে ৬ উইকেট নিয়ে শেষ দুই ওভারে লাগত কেবল ১৩ রান। ব্যখ্যাতীত ভুলে সেটাও করতে পারেনি বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

Agargaon-Motijheel: Metro services resume 11 hours after suspension

Metro rail operations resumed on Agargaon-Motijheel section at 8:25pm, after around 11 hours suspension of services

47m ago