কর ফাঁকির অভিযোগে এবার হামেসের নাম
লা লিগায় খেলতে গিয়ে কর ফাঁকি মামলায় জরিমানা তো গুনেছেনই, জেলও হয়েছে লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো ও নেইমারদের মতো তারকা খেলোয়াড়দের। জেলে যেতে না হলেও হয়রানিটা ভালোভাবেই টের পেয়েছেন তারা। এবার কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে রিয়াল মাদ্রিদ ও কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজের নামে।
গত মৌসুম থেকে রিয়াল থেকে ধারে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে খেলছেন হামেস। জিনেদিন জিদান রিয়ালের কোচের দায়িত্ব ছাড়ার পর চলতি মৌসুমে আবার স্পেনে ফিরবেন বলে গুঞ্জন আছে। তবে এর আগেই দুঃসংবাদ শুনতে হলো তাকে। ১১.৬৫ মিলিয়ন ইউরো (১৩.৬৪ মিলিয়ন ডলার) ট্যাক্স ফাঁকির অভিযোগ জানিয়েছে স্পেনের কর নিয়ন্ত্রক সংস্থা। স্পেনের জনপ্রিয় দৈনিক এল মুন্ডো সোমবার এমন সংবাদই প্রকাশ করেছে।
সংবাদে জানানো হয়, গত বছর রিয়াল ছেড়ে বায়ার্নে যাওয়ার সময়েই ৬.৩৫ ইউরো ট্যাক্স ফাঁকি দেন হামেস। গত এক বছরে এ টাকার সুদ মিলিয়ে মোট ১১.৬৫ মিলিয়ন ইউরো দিতে হবে বলে জানায় তারা। ২০১৪ সালে মোনাকো থেকে ৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়ালে নাম লেখান হামেস। কিন্তু ওই বছর অনাবাসিক খেলোয়াড় হিসেবেই তার সঙ্গে চুক্তি করে স্প্যানিশ জায়ান্টরা।
ট্যাক্স কর্তৃপক্ষ বিশ্বাস করে তার অবশ্যই আবাসিক খেলোয়াড় হিসেবে চুক্তি করা উচিৎ ছিল। এর মানে টাকার অংকে বেশ বড় গড়মিল আছে। বেতন, ছবি সত্ত্ব ও অন্যান্য সব মিলিয়ে পার্থক্যটা ৬.৩৫ মিলিয়ন ইউরো বলেই জানায় তারা। তবে বার্তা সংস্থা এএফপি স্পেনের ট্যাক্স কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে তারা কথা বলতে রাজী হননি।
২৭ বছর বয়সী হামেস ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে গোল্ডেন বুট জয় করেন। এরপর নজরে আসেন রিয়ালের। স্প্যানিশ ক্লাবে শুরুটা ভালো হলেও পরবর্তী কোচ জিদানের সঙ্গে বনিবনা না হওয়ায় গত বছর ধারে বায়ার্নে খেলতে যান তিনি। চলতি বিশ্বকাপে অবশ্য ইনজুরির কারণে পুরোটা খেলতে পারেননি এ কলম্বিয়ান।
এদিকে বিশ্বকাপ চলাকালীন সময়ে তার সাবেক ক্লাব সতীর্থ ও পর্তুগিজ তারকা রোনালদোর ১৮.৮ মিলিয়ন ইউরো জরিমানা ও দুই বছরের জেল হয়। এর আগে কর ফাঁকি মামলায় ২.১ মিলিয়ন ইউরো জরিমানা গুনেছেন মেসিও। সঙ্গে ছিল ২১ মাসের জেল।
Comments