স্প্যানিশদের ভোটে মেসি-রোনালদো নয়, দ্য বেস্ট মদ্রিচ

কে হচ্ছেন ফিফার পরবর্তী দ্য বেস্ট? তা জানা যাবে আগামী ২৪ সেপ্টেম্বর। তবে এর আগে স্প্যানিশ ফুটবল ভক্তদের ভোটে কে চলতি বছরের সেরা খেলোয়াড় হচ্ছেন তা জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। কিছুটা চমকপ্রদ হলেও হালের সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়িয়ে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ক্রোয়েশিয়ান অধিনায়ক লুকা মদ্রিচ।

কে হচ্ছেন ফিফার পরবর্তী দ্য বেস্ট? তা জানা যাবে আগামী ২৪ সেপ্টেম্বর। তবে এর আগে স্প্যানিশ ফুটবল ভক্তদের ভোটে কে চলতি বছরের সেরা খেলোয়াড় হচ্ছেন তা জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। কিছুটা চমকপ্রদ হলেও হালের সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়িয়ে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ক্রোয়েশিয়ান অধিনায়ক লুকা মদ্রিচ।

২০১৬ সালে ফ্রান্স ফুটবল সাময়িকী থেকে আলাদা হওয়ার পর থেকে ফিফা ব্যালন ডি’অর এখন ফিফা দ্য বেস্ট ফুটবল অ্যাওয়ার্ডস। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ পুরষ্কারের জন্য সেরা ১০ জনের তালিকা গত মঙ্গলবার প্রকাশ করে ফিফা। এরপর শুরু হয় ভক্তদের ভোট নেওয়ার পালা। চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। তবে গত তিন দিনে ৩০,৪১৩ জন স্প্যানিশ ভক্ত ভোট দিয়েছেন। তাতে সর্বোচ্চ ১৪,২২৭টি ভোট পেয়েছেন মদ্রিচ। এরপর ৫.৩৫০ ভোট পেয়েছেন রোনালদো। মেসি পেয়েছেন ৪,৩৮৪ ভোট।

এছাড়া স্প্যানিশ লিগে খেলা অ্যাতলেটিকো মাদ্রিদের ফরাসী তারকা আতোঁয়া গ্রিজম্যান পেয়েছেন ৩.৮৯৪ ভোট। রিয়ালের আরেক ফরাসী তারকা রাফায়েল ভারানে পেয়েছেন ১,১১০ ভোট। কম যাননি বিশ্বকাপের সেরা তরুণের তকমা পাওয়া কিলিয়ান এমবাপেও। পেয়েছেন ৮৬১ ভোট। এছাড়া সেরা দশের মধ্যে থাকা মোহাম্মদ সালাহ ২৪২, এডেন হ্যাজার্ড ২২৪, কেভিন ডি ব্রুইন ৮৭ ও হ্যারি কেইন ৩৪ ভোট পেয়েছেন।

গত এক দশক ধরে ফিফার সেরা খেলোয়াড়ের পদটা মেসি ও রোনালদোই দখল করে রেখেছেন। তবে চলতি বছরে তার ব্যতিক্রম হতে চলেছে বলেই মানছেন সবাই। বিশেষ করে স্প্যানিশ ভোটারদের ফলাফলই তার কিছুটা ইঙ্গিত বহন করে। রোনালদোর চেয়ে ৮,৮৭৭ ভোটে এগিয়ে আছেন মদ্রিচ। এ তারকা রাশিয়া বিশ্বকাপে দারুণ নৈপুণ্য দেখিয়ে ফাইনালে তুলেছিলেন ক্রোয়েশিয়াকে। রিয়ালের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিও।

ফিফার সেরা খেলোয়াড়ের ৭৫ শতাংশ নির্ভর করে ফিফার সদস্য দেশগুলো অধিনায়ক, কোচ ও একজন গণমাধ্যম কর্মীর ভোটে। আর ২৫ শতাংশ নির্ভর করে সাধারণ ফুটবল ভক্তদের অনলাইন ভোটে। একটি নির্দিষ্ট দেশের হলেও তাতে এগিয়ে আছেন মদ্রিচই।

Comments

The Daily Star  | English
Train derailed in Tejgaon

Dhaka's rail link with most of Bangladesh snapped after derailment in Tejgaon

Railway operation between Dhaka and most of the country was suspended after a train derailed hitting a crane in the Tejgaon area in the capital this evening.

1h ago