কাভানি নয় কেইনকে চায় রিয়াল ভক্তরা

রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে নিজের আস্তানা গেড়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। তাই তার শূন্যতা পূরণে মরিয়া হয়েই বিকল্প খুঁজছে দলটি। নেইমার, কিলিয়ান এমবাপেকে পায়নি। নিশ্চিত নন এডেন হ্যাজার্ডও। তাই দলটির লক্ষ্য এখন পিএসজি তারকা এডিসন কাভানি। কিন্তু কাভানির চেয়ে বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী ইংলিশ তারকা হ্যারি কেইনকে চায় ক্লাবের ভক্তরা।

রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে নিজের আস্তানা গেড়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। তাই তার শূন্যতা পূরণে মরিয়া হয়েই বিকল্প খুঁজছে দলটি। নেইমার, কিলিয়ান এমবাপেকে পায়নি। নিশ্চিত নন এডেন হ্যাজার্ডও। তাই দলটির লক্ষ্য এখন পিএসজি তারকা এডিসন কাভানি। কিন্তু কাভানির চেয়ে বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী ইংলিশ তারকা হ্যারি কেইনকে চায় ক্লাবের ভক্তরা।

বর্তমান বিশ্বের অন্যতম সফল তারকা রোনালদো দল ছাড়ার আগে রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলদাতার স্থানটি দখল করেছেন। শেষ পাঁচ বছরেই জিতেছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। সাফল্যের সর্বোচ্চ চুড়ায় থাকা এ খেলোয়াড়ের মান সম্পন্ন বিকল্পই চায় রিয়াল ভক্তরা। আর তাদের পছন্দ ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। যদিও দলটি কাভানি ও হ্যাজার্ডের পেছনেই ছুটছে।

সম্প্রতি মাদ্রিদের জনপ্রিয় দৈনিক মার্কা একটি অনলাইন জরিপের আয়োজন করে। জিজ্ঞাসা করা হয়, রোনালদোর বিকল্প হিসেবে কোন খেলোয়াড়কে পছন্দ। দুই লক্ষের বেশি ভক্ত তাতে ভোট দেন। তাতে শীর্ষে থাকা নামটি কেইনের। টটেনহ্যামের এ তারকা ২৬ শতাংশ ভোট পেয়েছেন। প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা কেইন গত তিন বছর ধরেই ইংলিশ লিগে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন। জাতীয় দলেও ধারাবাহিকতা ধরে রেখে বিশ্বকাপে জিতেছেন গোল্ডেন বুট।

বিস্ময়কর ভাবে ভোটে পঞ্চম স্থানে আছেন পোলিশ তারকা রবার্ট লেভানডস্কি। কদিন আগেই মার্কার আরেকটি জরিপে তাকেই সর্বাধিক ভোট দিয়েছিল মাদ্রিদ ভক্তরা। এবার লেভানডস্কি ভোট পেয়েছেন ১২ শতাংশ। বিশ্বকাপের পারফরম্যান্সেই হয়তো কেইনে ঝুঁকেছে মাদ্রিস্তিতারা। তবে দ্বিতীয় স্থানে আছেন ক্লাবের বর্তমান লক্ষ্য কাভানি। ১৪ শতাংশ ভোট পেয়েছেন তিনি। এছাড়া ইকার্দি ১৪, মারিয়ানো ১২, মোরাতা ৮ রদ্রিগো ৬ ও ফিরমিনো ২ শতাংশ ভোট পেয়েছেন।

কেইনকে পেতে হলে বড় অঙ্কের টাকাই খরচ করতে হবে রিয়ালকে। বর্তমানে টটেনহ্যামের সর্বোচ্চ বেতনের অধিকারী কেইন গত জুনেই ক্লাবের হয়ে নতুন চুক্তি করেছেন। ট্রান্সফারমার্কেটে তার বর্তমান মূল্য ১৫০ মিলিয়ন ইউরো। তবে টটেনহ্যাম থেকে এর আগেও চড়া মূল্যে লুকা মদ্রিচ ও গ্যারেথ বেলের মতো খেলোয়াড় কিনে এনেছে রিয়াল। তাই সমর্থক চাহিদার এ খেলোয়াড়কেও কিনতে পিছ পা নাও হতে পারে দলটি।

Comments