যেসব জায়গায় উন্নতির দরকার দেখছেন অধিনায়ক

শঙ্কার মেঘ কাটিয়ে সিরিজ জয়। গত কয়েকদিনে দেশের ক্রিকেটে জমা হওয়া মেঘ সরাতেও যার দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ দল৷ শেষ পর্যন্ত কাজটা ঠিকঠাক করতে পারার তৃপ্তি অধিনায়ক মাশরাফি মর্তুজার কণ্ঠে। তবে পুরো সন্তুষ্টি আসছে না এতেও। দলে উন্নতির জায়গা দেখছেন অনেক।
Mashrafee Mortaza
ছবি: ফিরোজ আহমেদ (ফাইল)

শঙ্কার মেঘ কাটিয়ে সিরিজ জয়। গত কয়েকদিনে দেশের ক্রিকেটে জমা হওয়া মেঘ সরাতেও যার দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ দল৷ শেষ পর্যন্ত কাজটা ঠিকঠাক করতে পারার তৃপ্তি অধিনায়ক মাশরাফি মর্তুজার কণ্ঠে। তবে পুরো সন্তুষ্টি আসছে না এতেও। দলে উন্নতির জায়গা দেখছেন অনেক।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গায়ানায় প্রথম ওয়ানডে ৪৮ রানে জেতার পর অদ্ভুতুড়ে ভুলে পরেরটিতে ৩ রানে হার। শেষ ম্যাচে আবার ১৮ রানে জিতেই সিরিজ পকেটে পুরেছে মাশরাফি মর্তুজার দল। এতে ওয়ানডেতে ৯ বছর পর দেশের বাইরে সিরিজ জিতল বাংলাদেশ।

ওয়েস্ট  ইন্ডিজ গিয়ে টেস্ট সিরিজে নাজেহাল। তার আগে আফগানিস্তানের কাছে টি -টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ। দুঃসময় যেন কাটছিলই না বাংলাদেশের। অধিনায়ক মনে করছেন সব আপাতত কাটিয়ে উঠার রসদ মিলেছে ওয়ানডে সিরিজ জেতায়৷ 'যদি গত ৩-৪ মাসের পারফরম্যান্স দেখেন, এই সিরিজ জয়টা আমাদের জন্য খুব দরকার ছিল। এটা অবশ্যই এশিয়া কাপের আগে আমাদের জন্য ভালো হলো। তবে কিছু জায়গায় আমি মনে করি এখনও অনেক উন্নতি করতে হবে। সিরিজ জেতা মানেই তো সব না। অনেক জায়গায় এখনও অনেক উন্নতির দরকার, যেগুলো এখন আমরা পারছি না।'

সেপ্টেম্বরেই আছে এশিয়া কাপ। তার আগে উন্নতির জায়গাগুলো স্পষ্ট অধিনায়কের চোখে, 'ফিল্ডিংয়ে মনে হয়েছে অনেক উন্নতি প্রয়োজন। এছাড়া ব্যাটিংয়ে কিছু জায়গা আছে, বোলিংয়েও কিছু জায়গা আছে। উন্নতি করতে হবে।’

এর আগে শেষ দিকে মার খেয়ে ম্যাচ হাতছাড়া করার বদনাম ছিল রুবেল হোসেনের। এদিন ৪৯তম ওভারে করেছেন দারুণ। তার আগে ক্রিস গেইলকে ফিরিয়ে আনেন ব্রেক থ্রো। অধিনায়ক আলাদা করে প্রশংসা করলেন রুবেলের, 'আজকের আমরা যেটা চাই, রুবেল একদম সেটি করতে পেরেছে। এরকম কিছু জায়গা আছে যেগুলোয় ধারাবাহিক হতে হবে।'

‘আমরা জানি যে উইকেট ভালো। আমার কাছে মনে হচ্ছিল আমাদের আরও ২০-২৫টা রান হলে হয়ত ভালো হতো। শুরুতে উইকেট নেওয়া প্রয়োজন ছিল। কারণ ওদের টপঅর্ডার বেশ ভালো। সৌভাগ্যবশত লুইস আগে আউট হওয়ায় গেইলের ওপর চ্যালেঞ্জ বেশি ছিল। গেইলও ভালোভাবেই চালিয়ে যাচ্ছিল। আবারও রুবেলের কথা বলতে হয়। রুবেল এসে ওই জায়গাটাতে ব্রেক থ্রো দেয়াতে পরের বোলারদের জন্য সুবিধা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Labour bill put on the shelf

In an almost unheard-of move, President Mohammed Shahabuddin has sent a labour law amendment back to parliament for reconsideration, expressing concern over the proposed punishment of workers for wrongdoings.

6h ago