শিক্ষার্থীদের বিমানবন্দর সড়ক অবরোধ

airport road demo
৩০ জুলাই ২০১৮, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা গতকাল সড়ক দুর্ঘটনায় তাদের দুই সহপাঠীর মৃত্যুর বিচারের দাবিতে বিমানবন্দর সড়ক অবরোধ করে। ছবি: আনিসুর রহমান

শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের কয়েকশ শিক্ষার্থীরা গতকাল সড়ক দুর্ঘটনায় তাদের দুই সহপাঠীর মৃত্যুর বিচারের দাবিতে আজ (৩০ জুলাই) সকালে বিমানবন্দর সড়ক অবরোধ করে।

এছাড়াও, আরও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা সেই বিক্ষোভে যোগ দিয়েছে। সেসময় বিক্ষোভকারীরা বাস ভাঙচুর করে। তাদের বক্তব্য, বেপরোয়া গাড়ি চালানোর কারণে মানুষ প্রাণ হারাচ্ছে। যেন মানুষের জীবনের কোন মূল্য নেই।

বিক্ষোভ চলাকালে ভিআইপি এই সড়কের দুই পাশে সকাল ১০টার দিকে যান চলাচল থেমে যায়। প্রায় ৮০০ শিক্ষার্থী মানববন্ধন করে সড়কে যান চলাচল আটকে দেয় বলে ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা জানান।

শিক্ষার্থীরা ব্যানার হাতে নিয়ে তাদের সহপাঠী মিম ও রাজীবের হত্যার সুষ্ঠু বিচার দাবি করে স্লোগান দেয়।

সেসময় পুলিশ বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয় বলেও উল্লেখ করেন আমাদের সংবাদদাতা।

এদিকে, গতকাল (২৯ জুলাই) রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় নিহতের ঘটনায় তিনটি বাসের দুজন ড্রাইভার ও দুজন হেলপারকে আটক করা হয়েছে বলে র‌্যাব-১ এর পক্ষ থেকে জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Modi gives forces ‘operational freedom’

Vows ‘crushing blow to terrorism’ after meeting top security brass; Pak FM fears ‘imminent incursion’

50m ago