‘অনিয়মে’ হতাশ বুলবুল বললেন, নিজের ভোটও দেবেন না

রাজশাহীতে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল নিজের ভোট দেননি। ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেছেন, বিপন্ন গণতন্ত্রে তার ভোটের কোনো দাম নেই। তিনি শঙ্কিত।
দুপুরে ইসলামিয়া কলেজ মাঠে বসে বুলবুল বলেন, সকাল থেকে তিনি ৩৫টি কেন্দ্রে ভোট পর্যবেক্ষণ করেছেন। সবগুলো কেন্দ্রেই তিনি অনিয়ম দেখেছেন। এর পরই তিনি সিদ্ধান্ত নিয়েছেন আর কোনো কেন্দ্রে তিনি যাবেন না। অনিয়মের প্রতিবাদে বিকাল ৪টা পর্যন্ত মাটিতে বসে থেকেই ‘অবস্থান ধর্মঘট’ চালানোর বলেন তিনি।
নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টদের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘দুপুরের মধ্যে মেয়রের ভোট দেওয়া হয়ে গেছে। এখন কাউন্সিলরদের ভোট চলছে। এটা পরে উনারা পূরণ করবেন।’ নিজে ভোট দিবেন কি না জানতে চাইলে গতবারের এই মেয়র বলেন, ‘বিপন্ন গণতন্ত্রে আমার ভোটের কোনো দাম নেই।’
অনিয়মের চিত্র তুলে ধরতে গিয়ে বলেন, ‘আওয়ামী লীগের সমর্থকরাও ভোট দিতে যাননি। খোঁজ নিলে দেখা যাবে ২০ শতাংশও ভোট পড়েনি।’
Comments