বিদেশে নারী শ্রমিকদের যৌন হয়রানির বিষয়ে প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট

সৌদি আরবসহ বিভিন্ন দেশে নারী শ্রমিকদের যৌন নির্যাতনের বিষয়ে প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট। ঠিক কতজন নারী শ্রমিক হয়রানির শিকার হয়েছেন তা প্রতিবেদনে উল্লেখ করতে বলা হয়েছে।
High Court

সৌদি আরবসহ বিভিন্ন দেশে নারী শ্রমিকদের যৌন নির্যাতনের বিষয়ে প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট। ঠিক কতজন নারী শ্রমিক হয়রানির শিকার হয়েছেন তা প্রতিবেদনে উল্লেখ করতে বলা হয়েছে।

মানবাধিকার সংস্থা জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের রিট আবেদনের প্রেক্ষিতে আজ (৩১ জুলাই) বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ এবং বিচারপতি ফরিদ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।

নির্দেশে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব; জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক, ওয়েজ আর্নার ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা)-এর সভাপতি ও মহাসচিবকে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদনটি দাখিল করতে বলা হয়েছে।

এ সংক্রান্ত অপর এক রুলিংয়ে হাইকোর্ট জানতে চেয়েছেন কেনো আগামী দুই সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নির্যাতনের শিকার নারীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়ে তাদের নীরবতার ব্যাখ্যা চাওয়া হবে না।

যথাযথ আইনের আওতায় কেনো নারী শ্রমিকদের বিদেশে পাঠানো হয়নি সে বিষয়ে কেনো জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না- সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এর কারণ দর্শানোর কথাও রুলে উল্লেখ করেছেন উচ্চ আদালত।

Comments