দিয়া ও করিমের পরিবারকে ২০ লাখ টাকা করে অনুদান
রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় নিহত শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম রাজীবের পরিবারকে ২০ লাখ টাকা করে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদেরকে এই টাকার পারিবারিক সঞ্চয়পত্র দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে ইউএনবির খবরে এই তথ্য জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন। সেখানে প্রধানমন্ত্রী তাদের অনুদান দেন।
গত রোববার বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে ছাত্রদের ওপর জাবালে নুর পরিবহনের একটি বাস উঠে গেলে দুজন নিহত হয়। এই ঘটনার পর থেকে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
Comments