বিক্ষোভরত শিক্ষার্থীদের মুখে মা-বাবারাই তুলে দিলেন খাবার

নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামা শিক্ষার্থীদের মুখে তাদের মা-বাবারাই তুলে দিলেন খাবার। শিক্ষার্থীদের আন্দোলনের পঞ্চম দিনে আজ (২ আগস্ট) এমন দৃশ্য দেখা যায় রাজধানীর বিভিন্ন স্থানে।
Food
২ আগস্ট ২০১৮, সায়েন্স ল্যাব এবং গুলশানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিভাবকদের বিক্ষোভরত ছাত্র-ছাত্রীদের নাস্তা বিতরণ করতে দেখা যায়। ছবি: ফেসবুক থেকে নেওয়া

নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামা শিক্ষার্থীদের মুখে তাদের মা-বাবারাই তুলে দিলেন খাবার। শিক্ষার্থীদের আন্দোলনের পঞ্চম দিনে আজ (২ আগস্ট) এমন দৃশ্য দেখা যায় রাজধানীর বিভিন্ন স্থানে।

ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতারা জানান, সায়েন্স ল্যাব এবং গুলশানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিভাবকদের দেখা যায় বিক্ষোভরত ছাত্র-ছাত্রীদের নাস্তা বিতরণ করতে।

এছাড়াও, আজ রাজধানীর বিভিন্ন স্থানে নিজেদের সন্তানদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে অনেক অভিভাবককে আন্দোলনে যোগ দিতে দেখা গেছে।

শিক্ষার্থীদের খাবার দেওয়া ও আন্দোলনে অভিভাবকদের অংশ নেওয়ার সেসব ছবি ও ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার পায়।

উল্লেখ্য, গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুটি বাসের রেষারেষিতে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুজন শিক্ষার্থী নিহত হলে তাদের সহপাঠীরা এর প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামে। এরপর, একে একে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা সেই আন্দোলনে যোগ দেয়।

Comments